Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। বোমা উদ্ধার করল পুলিশ ।।

প্রদীপ কুমার সিংহ :- পশ্চিমবাংলা আর কয়েক মাস পরেই পঞ্চায়েত ভোট আর পঞ্চায়েত ভোট আগেই দক্ষিণ ২৪পরগনা জেলায় বিভিন্ন জায়গা থেকে পুলিশ বোমা উদ্ধার করছে। এই নিয়ে রাজনৈতিক নেতারাদের মধ্যে চাপান উত্তর চলছে।

কিছুদিন আগে কুলপীতে বেশ কয়েকটা বোমার ব্যাগ উদ্ধার করে পুলিশ । সেখানেই একটি বাচ্চা ছেলে মাঠে খেলতে গিয়ে বল মনে করে একটা বোমাকে হাতে তুলতেই বোমাটা ফেটে উঠলে বাচ্চাটি গুরুতর জখম হয়।


সোমবার রাতে দক্ষিণ ২৪ পরগনা জেলা নরেন্দ্রপুর থানা অন্তত রাজপুর সোনারপুর পৌরসভা ২ নম্বর ওয়ার্ডে ঢালুয়া নবপল্লী এলাকায় কিছু বোম উদ্ধার করে নরেন্দ্রপুর থানার পুলিশ।

স্থানীয় সূত্রের খবর সোমবার রাত আড়াইটা নাগাদ একটি বোম ফাটার শব্দ পায় এলাকার মানুষ। মনে করেছিল ফুটবল বিশ্বকাপে খেলাতে বাজি পাঠাচ্ছে কিন্তু সেখানে দু-একজন গিয়ে দেখে বোম বাস্ট করেছে এবং দুই, তিনটে বোম ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে মেন রাস্তার উপরে।সঙ্গে সঙ্গে স্থানীয় বাসিন্দারা নরেন্দ্রপুর থানার খবর দিলে পুলিশ সঙ্গে সঙ্গে এলাকায় পৌঁছায়।



তিনটি বোম উদ্ধার করে। পরে পুলিশ বোম স্কোয়াডকে খবর দিলে কর্মীরা এসে বোমগুলোকে জলে ফেলে নিষ্ক্রিয় করে।মানুষ এই নিয়ে খুবই আতঙ্কে রয়েছে। এই ব্যাপারে নরেন্দ্রপুর থানার পুলিশ তদন্ত শুরু করেছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read