ইন্দ্রজিৎ আইচ :-সময়ের সাথে সাথে শিক্ষা ক্ষেত্রে জাতীয় স্তরে জে আই এস গ্রুপ অফ ইঞ্জিনি়ারিং কলেজ সারা বাংলা অনেক উন্নতি লাভ করেছে। এই কলেজের আরো উন্নতির লক্ষ্যে জে আই এস ইঞ্জিনিয়ারিং কলেজের বোড অফ গভারনিং বডির চেয়ারম্যান হলেন অধ্যাপক ড: পার্থ এস ঘোষ।মেন্টর ও এডভাইজার হিসাবে ও তিনি এই কলেজে সব রকম দায়িত্বভার গ্রহণ করলেন আজ থেকে।
কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে অধ্যাপক ড: পার্থ এস ঘোষ জানালেন আমি এই কলেজের কল্যাণী, আগরপারা এই কলেজে গেছি, ছাত্র ছাত্রীদের সাথে কথা বলেছি। আমি কল্যাণী র দায়িত্বে থাকবো।কিন্তু সব কলেজে আমি যাবো। ছাত্র ছাত্রীদের অন্যান্য এডুকেশন দেবো। মনীষীদের কথা বলবো। ইনোভেশন, লিডারশিপ এর লক্ষ্যে জোর দেবো। এই ভাবে আগামী প্রজন্ম কে এগিয়ে নিয়ে যেতে চাই।
এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিদ্যুৎ মজুমদার, প্রফেসর ড: পার্থ সরকার, মইদুল পাঠক, জে এই এস এর প্রধান তরণজিত সিং ও ড: শিলা সিংহ ঘোষ।