শুভেন্দু অধিকারী প্রায় প্রতিদিন পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃনমূলকে দেখে নেওয়ার হুমকী দিচ্ছেন,আর প্রায় প্রতিদিন নিয়ম করে সমবায় সমিতি গুলির নির্বাচনে হারছে বিজেপি। নন্দকুমারের বহরমপুর সমবায়ে শাসকদল তৃণমূলকে ঠেকাতে রাম-বাম জোট করা সফলতা পেলেও বাকী সমবায় গুলিতে খালি হাতে ফিরতে হচ্ছে শুভেন্দু অধিকারী আর মহম্মদ সেলিমের দলের কর্মী সমর্থকদের। বুধবার মহিষাদলেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটলো
গেঁওখালী কৃষি সমবায় সমিতির সমবায়ের মোট আসন ৪৯।এর মধ্যে শাসক দল তৃণমূল দখল করলো ২৬টি।বাকী ২৩টির মধ্যে সিপিএম-৯, বিজেপি-৯ এবং কংগ্রেসের প্রার্থীরা ৫টি আসনে জয়ী হয়েছে। সিপিএম ও বিজেপির তরফে দাবি করা হচ্ছে এই নির্বাচনে তৃনমূলের সাথে জোট করেছিলো কংগ্রেস।
কংগ্রেস নেতা রঘুনাথ কামিলা জানান, সমবায়ের উন্নয়নের জন্য আমরা জোট করে লড়াই করি। আমাদের সাফল্য লাভ হয়েছে।
তৃণমূল নেতা সুমার পাত্র বলেন, বিজেপিকে ঠেকাতে আমরা জোট করে বিজেপিকে পরাস্ত করতে পেরেছি।
জেলা বিজেপির সভাপতি তপন ব্যানার্জি বলেন, যেখানে কংগ্রেস নেতা অধীর চৌধুরি বিজেপি তৃনমূলের আতাতের কথা বলেন সেখানে কংগ্রেস তৃণমূলের সাথে জোট। এর দ্বারা সমস্তটাই পরিস্কার।