গত ২৮ শে নভেম্বর ভগবানপুর বিধানসভার ভুপতিনগর থানার বরোজ ২ অঞ্চলের উপপ্রধান মিহির ভৌমিক বিজেপি আশ্রিত দুষ্কৃতকারীদের হাতে আক্রন্ত হয়। আহত অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে।
শুক্রবার তমলুক জেলা হাসপাতালে আহত তৃণমূল নেতার সাথে দেখা করেন তৃণমূলের মুখপাত্র তথা পূর্ব মেদিনীপুর জেলার দায়িত্বে থাকা কুণাল ঘোষ। তিনি এদিন আহত মিহিরবাবুর সাথে কিভাবে ঘটনা ঘটলো, কারা ঘটিয়েছে যেমন জানেন তেমনি চিকিৎসকের সাথেও কথা বলেন।
আগামী কাল অর্থাৎ শনিবার কাঁথিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা রয়েছে। সেই সভা শেষ হয়ে যাওয়ার পর বিষয়টি নিয়ে প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানান কুণাল ঘোষ। এদিন কুণাল ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে রোগী কল্যান সমিতির চেয়ারম্যান তথা তৃণমূল নেতা চিত্ত মাইতি সহ অন্যান্যরা।
Author: ekhansangbad
Post Views: ৬৯