Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। আর্ট ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যালে অনুপম হালদারের আলোকচিত্র নজর কাড়ছে ।।

ইন্দ্রজিৎ আইচ :- শীতের মরসুম মানেই নানাদিকে নানা অনুষ্ঠান। আজ আমরা এক দারুন আলোক চিত্র প্রদর্শনীর সাক্ষী থাকলাম।

বিশিষ্ট চিত্রশিল্পী শুভাপ্রসন্ন ভট্টাচার্য, গণেশ হালুই এবং পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী , বিধায়ক ও অভিনেত্রী জুন মালিয়া এনাদের উপস্থিতিতে কোলকাতার উপকণ্ঠে অবস্থিত রাজারহাট নিউটাউন-এর আর্টস একর ফাউণ্ডেশন, মিউজিয়ম অব বেঙ্গল মর্ডান আর্ট-এর ক্যাম্পাসে-এ ২ ডিসেম্বর থেকে শুরু হল ‘আর্ট ফেয়ার অ্যান্ড ফেস্টিভ্যাল- আর্ট হাট ২০২২’ ।



সকল অতিথিরা অনুপম হালদার এর আলোক চিত্র প্রদর্শনীর ভুয়সী প্রসংশাকরেন।
আয়োজক সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, “প্রদর্শনী চলবে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত। রবিবার বাদে প্রতিদিন বেলা ৩ টে থেকে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনী স্থল ঘুরে দেখা যাবে, রবিবার বেলা ১২ টা থেকে প্রদর্শনী স্থলে প্রবেশ করে রাত ৮ টা পর্যন্ত প্রদর্শনী ঘুরে দেখা যেতে পারে।”

প্রদর্শনী শুরুর পরেই প্রদর্শনীতে আগত এক শ্রেণীর দর্শকের নজর পড়ে প্রদর্শনীর ২৮ ও ২৯ নম্বর স্টল নিয়ে তৈরী ‘অনুপম হালদার ফটোগ্রাফি কিয়স্ক’ (Anupam Halder Photography Kiosk) এবং ৩৯ ও ৪০ নম্বর স্টল নিয়ে তৈরী ‘ফটো কথা’ (Photo Kotha) প্রদর্শনী স্থলের উপর।
দুটো জায়গাতেই রয়েছে স্থিরচিত্র-র প্রদর্শনী।


প্রসঙ্গত উল্লেখ্য, ২৮ ও ২৯ নম্বর স্টলে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের জয়েন্ট কমিশনার অনুপম হালদার-এর একক স্থিরচিত্রগুলো।
অন্যদিকে ৩৯ ও ৪০ নম্বর স্টলে রয়েছে কয়েকজন স্বনামধন্য আলোকচিত্রীর তোলা আলোকচিত্রের সম্ভার।


বলে রাখা ভালো, বিড়লা অ্যাকাডেমির বার্ষিক প্রদর্শনী, থার্ড আই-এর একাধিক প্রদর্শনী, চারুকলা উৎসব ও মেলা এবং অ্যাকাডেমি অব ফাইন আর্টস-এর একাধিক গ্যালারিতে সফল ভাবে প্রদর্শনী করার পর অনুপম হালদারের প্রদর্শনী এবার স্থান পেল ‘আর্ট হাট’-এ। সেই সঙ্গে আর্টস একর ক্যাম্পাসের ‘মিউজিয়াম অফ বেঙ্গল মডার্ন আর্ট’ এর গ্যালারিতে অনুপম হালদারের তোলা একটি আলোকচিত্র স্থায়ীভাবে স্থান পেয়েছে। সবমিলিয়ে দারুন সারা জাগিয়েছে এই প্রদর্শনী।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read