কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলে শুভেন্দু অধিকারীর সভার আগে দক্ষিণ ২৪ পরগনার একাধিক জায়গায় পথ অবরোধ তৃণমূলের।
বিজেপির ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার সহ-সভাপতি সুফল ঘাঁটু বলেন,শুভেন্দু বাবু সভা করছেন, ভয় পেয়ে গিয়েছে ডায়মন্ড হারবারের তৃণমূল নেতারা। তাই সভা বাঞ্চালের চেষ্টা চলছে। বিভিন্ন জায়গা থেকে বিজেপি কর্মীদের আসতে বাধ দেওয়া হচ্ছে। যতই বাধা দেওয়া হোক, সভা হবেই। সভামঞ্চ থেকেই তৃণমূলকে জবাব দিয়ে দেবেন শুভেন্দু অধিকারী।যদিও সে অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসকদল।
পথ অবরোধের পর বাস ভাঙচুরও করা হয় বলে অভিযোগ বিজেপির। গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরা ওই বাস চড়ে শুভেন্দুর সভাস্থলে আসছিলেন। অভিযোগ, সেই সময় তাঁদের বাস লক্ষ্য করে ইট ছোঁড়া হয়। তৃণমূল কর্মী-সমর্থকরা একাজ করেছে বলেই অভিযোগ। ইটের ঘায়ে ভেঙে যায় বাসের কাচ। তবে হতাহতের কোনও খবর নেই।
ডায়মন্ড হারবারের বিধায়ক পান্নালাল হালদার বলেন,মিথ্যে রটনা করছে বিজেপি। বিধানসভায় ওদের জামানত বাজেয়াপ্ত হয়েছে৷ মানুষ ওদের পাশে নেই। সভায় তেমন লোক জোগাড় করতে পারবে না। তাই তৃণমূলের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ করে প্রচারে আসার চেষ্টা করছে।
বেহালার বাড়ি থেকে বেরনোর সময়ও ডায়মন্ড হারবারে সভায় বাধার অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারীও।