Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। সর্বোদয় হ্যান্ডিক্যাপড রিসোর্স সেন্টারের সূচনা ।।

অজয়া সর্বোদয় সংঘের উদ্যোগে ও ব্যাবস্থাপনায় হ্যান্ডিক্যাপড রিসোর্স সেন্টারের উদ্বোধন হল।

শনিবার খেজুরি-১ ব্লকের হেড়িয়াতে কানাইলাল রাহা সেবাসদনে অজয়া সর্বোদয় সংঘের ব্যবস্থাপনায় ও উদ্যোগে “সর্বোদয় হ্যান্ডিক্যাপড রিসোর্স সেন্টার” এর উদ্বোধন হল। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রবীন্দ্র গবেষক ড. প্রবালকান্তি হাজরা।


প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেজুরী প্রেস ক্লাবের সম্পাদক, প্রাক্তন সহ প্রধান শিক্ষক স্বপনকুমার মণ্ডল। বিশিষ্ট অতিথি ছিলেন খেজুরি প্রতিবন্ধী সংঘের সম্পাদক হরিপদ শাসমল ও সভাপতি কানাইলাল বেরা। সর্বোদয়ের পক্ষে উপস্থিত ছিলেন স্বপন দাস, কৃষ্ণেন্দু সাউ প্রমুখরা।


আজকের এই সেন্টার এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সভাপতি ড. প্রবালকান্তি হাজরা ও প্রধান অতিথি স্বপনকুমার মণ্ডল। সর্বোদয়ের সম্পাদক সুব্রত কুমার মাইতি হ্যান্ডিক্যাপড রিসোর্স সেন্টার উদ্বোধন এর উদ্দেশ্য ও পরবর্তী কর্মসূচী বিষয়ে বলেন প্রতি সপ্তাহে মঙ্গলবার ও বৃহস্পতিবার সকাল ১১ টা থেকে ৩ টা পর্যন্ত খোলা থাকবে সেন্টার।প্রতিবন্ধী সঙ্ঘের সম্পাদক প্রতিবন্ধীদের করনীয় কি তা নিয়ে আলোচনা করেন। আজকের বিশ্ব প্রতিবন্ধী দিবস।

এই দিবসের গুরুত্ব ও প্রতিবন্ধীদের জন্য সরকারী কর্মসূচীর ব্যাখ্যা করেন প্রধান অতিথি স্বপনকুমার মণ্ডল। অনুষ্ঠানে প্রায় পঞ্চাশ জন প্রতিবন্ধী উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সমাজকর্মী অমরেশ মাইতি। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠান এর সভাপতি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read