কাঁথিতে শান্তিকুঞ্জ থেকে ২০০ মিটার দুরে দাঁড়য়ে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে দুর্নীতির অক্টোপাসের মাথা উপাধি দিলেন তৃনমূলের সেকেন্ড ইন কমান্ড সাংসদ। এরপর শান্তিকুঞ্জ থেকে ২০ মিটার দুরে সভা করবেন বলেও হুশিয়ারি দিয়েছেন।একই সাথে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে যে পূর্ব মেদিনীপুর জেলা তাঁর পাখীর চোখ বোঝাতে ‘এক ডাকে অভিষেক’ চালু করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
কলেজ মাঠের সভা মঞ্চে দাঁড়িয়ে বলেন এই মাঠে আমার সভা নিয়েও আদালতে গিয়েছে। সকাল, বিকেল, শয়নে, স্বপনে আমার নাম করছে।অভিষেক অভিষেক অভিষেক ………। কিন্তু সরাসরি আমার নাম নিতে পারে না। বলে, ভাইপো।কথায় কথায় আমাকে তোলাবাজ বলে।এর পরেই কর্মীদের থেকে জানতে চান এই রাজ্যের সবচেয়ে বড় তোলাবাজ, ঘুষখোরের নাম কী? টিভির পর্দায় কাকে ঘুষ নিতে দেখা গিয়েছে? সুদীপ্ত সেন কার নামে চিঠি দিয়েছে? এই কলেজের গার্লস হস্টেল হচ্ছিল ২০১৫ সালে। ১ কোটি ১৫ লক্ষ টাকার টেন্ডার হয়েছিল। তাতে ৮৫ লক্ষ টাকা বেশি দেওয়া হয়েছিল। গার্লস কলেজের পরিচালন সমিতির চেয়ারম্যান কে ছিলেন? নাম না নিয়ে শিশির-সৌম্যেন্দুদের উদ্দেশে বলেন তাঁরাও এই সভা শুনছেন। কেউ মোবাইলে, কেউ মাইকে শুনছে। ২০০ মিটার দূরে তো বাড়ি।
বলেন আমি ৫-৮ ডিসেম্বর দিল্লি যাব। সংসদ আছে। ১৫ দিন সময় দিলাম। এই কলেজ মাঠে আবার সভা হবে। তুমি তোমার খাতা নিয়ে আসবে। আমি আমার খাতা নিয়ে আসব। আমাদের মধ্যে দুর্নীতি ইস্যুতে লড়াই হবে। ২০১১ থেকে ২০২০ সাল অবধি মমতা বন্দ্যোপাধ্যায় এই জেলার উন্নয়ে কত টাকা দিয়েছে,সেই টাকা কার কার পকেটে ঢুকেছে প্রমান করে দেব ।আমি ওদের উলঙ্গ করে দেব। এই জেলায় দুর্নীতি নিয়ে অভিযোগ সবচেয়ে বেশি। ১৮০ কোটি টাকার টেন্ডার এক জন পেয়েছে। কোনও কাজ হয়নি। আগামিদিনে যারা যোগ্য তারাই দলের প্রথম আসনে বসবে। আমি কথা দিয়ে যাচ্ছি। যারা পঞ্চায়েতে নয়ছয় করেছে, আমার কাছে খবর আছে প্রধান হওয়ার জন্য ২৫ লক্ষ টাকা, ৫০ লক্ষ টাকা দিয়েছে। এগুলি যদি অক্টোপাসের শুঁড় হয়, অক্টোপাসের মাথাটা ২০০ মিটার দূরে বসে আছে।খোঁচা দিয়ে অভিষেক বলেন কোন রাস্তায় কবে কত টাকা চুরি হয়েছে সব ওঁর মুখস্থ। কারণ উনি এই সবের মাথা। এদের কাছে সততার পাঠ তৃণমূল শিখবে না বলে তোপ দাগেন অভিষেক।
নিজের লোকসভা কেন্দ্রে নানা পদক্ষেপ করে ‘ব্যতিক্রমী’ হয়েছেন অভিষেক। এবার তার অন্যতম কর্মসূচী ‘এক ডাকে অভিষেক’ চালু করলেন
পূর্ব মেদিনীপুরের মানুষের অভাব অভিযোগ শোনার জন্য।জনসভা থেকে ‘এক ডাকে অভিষেক’-এর ফোন নম্বর ‘৭৮৮৭৭৭৮৮৭৭’ দিয়ে সাংসদ বলেন, এক ডাকে অভিষেকের নম্বর দিয়ে যাচ্ছি। রোজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন। যাঁর যা বলার আছে, সরাসরি আমায় ফোন করে জানাবেন।
মুখে না বললেও আসন্ন পঞ্চায়েত নির্বাচনে শুভেন্দু অধিকারী যে ফাঁকা মাঠে গোল দিতে পারবেনা বোঝাতেই যে ‘এক ডাকে অভিষেক’ চালু হল বোঝা যাচ্ছে দাবি রাজনৈতিক মহলের।