ইন্দ্রজিৎ আইচ :- অ্যাসোচেম সারা ভারতের এক বাণিজ্য পরিচালনা সমিতি। রেলওয়ে থেকে টেলিকম, পাওয়ার থেকে সোলার ব্যাবসা সব ধরনের ব্যাবসা ভারতে হয় ও আন্তর্জাতিক বাণিজ্য খুব সাফল্যর সাথে হয়ে থাকে।
রাজারহাট নিউ টাউন এর কাছে এক হোটেলে এক দিনের তাদের বাণিজ্য সম্মেলন অনুষ্ঠিত হলো। অ্যাসোচেম আয়োজিত ম্যানুফ্যাকচারিং এন্ড এম এস এম ই কনঙ্কেভ ২০২২ এর শিল্প সম্মেলনে ১০০ জন এর ওপর বিভিন্ন রাজ্যের শিল্পপতিরা উপস্থিত ছিলেন।
আলোচনায় অংশ নেন। ব্যাবসা বানিজ্য কি ভাবে বাড়ানো যায় তার কথাও তারা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেনরাজ্যের শিল্পমন্ত্রী ডা:শশী পাঁজা।
তিনি বেশকিছু সফল ব্যবসায়ী দের হাতে অ্যাসোচেম সন্মান ২০২২ তুলে দেন। উপস্থিত ছিলেন রাশিয়ার রাষ্ট্রদূত এলাক্স এম ডানকিন। এই দুই অতিথিদের হাতে উত্তরীয় ও পুষ্পস্তবক তুলে দেন এম এস
এম ই কনঙ্কেভ এর পরিচালক দেবব্রত মিত্র, এক্সিস ব্যাংক এর জেনারেল ম্যানেজার অজয় রানা, অ্যাসোচেম এর চেয়ারম্যান অখিলেশ জৈন এবং অ্যাসোচেমএর আর এক কর্মকর্তা পার্মিন্দর
জিৎ কৌর প্রমুখ ব্যাক্তিবর্গ।
ডা: শশী পাঁজা বাংলায় লগ্নি করণ, ও এই শিল্প সম্মেলনে তাকে আমন্ত্রণ করার জন্যে সকল কেঅভিনন্দন জানান।
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিল্প নিয়ে নানা আলোচনায় অংশ নেন সমীর চন্দ্র রায়, অরুণ কোঠারী, সঞ্জিত কুমার, নাম্রত মেহেতা, ইন্দ্রনীল চ্যাটার্জী, ভিকাস ভার্শনে, অরিজিৎ বসু, দেবজিত চৌধুরী সহ আরো অনেক শিল্পপতি। আলোচনায় জানা গেলো সারা ভারতে ছোটো বড়ো কোম্পানি আছে যেখানে ১’৩৬ কোটি মানুষের কর্মংস্থানের হয়েছে। বহু নতুন নতুন কোম্পানি খুলছে সামনের দিনে। ব্যাবসা র আডার এর পরিমাণও বৃদ্ধি পেয়েছে। শেষ এই কথাটি সবার মধ্যে উচ্চারিত হলো ” মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর ভারত “।