পূর্ব মেদিনীপুর জেলার তমলুকে সফল হতে না পারলেও মহিষাদল বিধানসভার জগৎপুর শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ভেল্কি দেখালো রাম-বাম জোট ।রবিবার তমলুকে খারুই-গঠরা সমবায় সমিতির পাশাপাশি মহিষাদল বিধানসভার জগৎপুর শীতলা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন ছিল রবিবার।দুটি সমবায়েই তৃনমূলকে হারাতে সিপিএম ও বিজেপি জোট বেঁধে লড়াই করেছিলো।তমলুকে জিততে না পারলেও জোট ভেল্কি দেখায় মহিষাদলে।
মহিষাদলের এই সমবায় সমিতির মোট সিট সংখ্যা ৬২ ।তৃণমূলের পক্ষ থেকে ৬২ জন প্রার্থী দেওয়া হয়েছিল। রাম আর বাম জোটের পক্ষে ৬২ দেওয়া হয়।
এই সমবায় সমিতির দুটি ভোট গ্রহন কেন্দ্র বেতকুন্ডু প্রাথমিক বিদ্যালয় এবং জগৎপুর প্রাথমিক বিদ্যালয় এবং ভোটার সংখ্যা ১৬০০।এই সমবায় ভোটে বিপুল ভোটে জয়লাভ করলো রাম বাম জোট।
ফলাফল বের হতে দেখা গেল জোট পেলো ৫১ টি আসন,তৃণমূল পেয়েছে ১১ টি। ফলে নন্দকুমার মডেল স্পিন কাজ করায় ফের একটা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন কমিটি দখল করলো রাম বাম জোট।