স্থানীয় মুসলিম সাতবস্তির নির্বাচন পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার শরাহ্ কমিটির নির্বাচন আধিকারিকদের উপস্থিতিতে হয়।স্থানীয় মুসলিম সাতবস্তির সর্দ্দার বা সভাপতি পদে নির্বাচন প্রক্রিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন হয়।
খাগড়াবনি, মৈশামুন্ডা সহ কাঁথি পৌরসভা এলাকার পূর্বাংশের এবং জুনপুট এলাকা পর্যন্ত মোট ২৬ টি মুসলিম বস্তি বা গ্রামের গ্রামবাসী সদস্যদের দ্বারা নির্বাচিত মহল্লাদারগণ এই প্রক্রিয়ায় অংশগ্রহণ করেন। উপস্থিত সমস্ত মহল্লাদারগণ সর্বসম্মতিক্রমে স্থানীয় মুসলিম সাতবস্তির সর্দ্দার বা সভাপতি পদে জনাব মহঃ মসিউদ্দিন আলমগীর সাহেবকে পুনঃ মনোনীত করেন।
এই সভায় উপস্থিত ছিলেন কাঁথি মুসলিম শরাহ্ কমিটির নির্বাচন আধিকারিক রাজ মহম্মদ খান ও শেখ ওমার ফারুক সাহেব। প্রত্যেক মহল্লাদার তার বক্তব্যে মসিউদ্দিন আলমগীরের বিগত সামাজিক কাজ ও তাঁর নেতৃত্বে সন্তোষ প্রকাশ করেন এবং সম্পূর্ণ আস্থা রেখে আগামী দিনে সহযোগিতার আশ্বাস দেন। পুনঃ মনোনীত সর্দ্দার মসিউদ্দিন আলমগীর সাহেব তার বক্তব্যে সকল মহল্লাদার, জোন সর্দার, সহ স্থানীয় মুসলিম সাতবস্তির অন্তর্গত প্রতিটি বস্তির প্রত্যেক সদস্যদের সালাম ও শুভেচ্ছা জানান। ঐক্যবদ্ধ সমাজ গড়ার লক্ষ্যে, সমাজের অর্থনৈতিক উন্নয়ন এবং শিক্ষায় বিশেষভাবে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান এবং পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। আরও বলেন প্রতিটি এলাকায় শান্তি ও সম্প্রীতির বাতাবরণকে অক্ষুন্ন রাখায় গুরুত্ব দিতে হবে। আগামী দিনে সমস্ত সামাজিক কাজে সকলে সাহায্য এবং সহযোগিতা কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন পূর্ব সতবস্তির সর্দ্দার সেক মোশারফ, উত্তর সাতবস্তির সর্দ্দার সেক নুরুল আলী ও পশ্চিম সাতবস্তির সর্দ্দার কমরুল আলি সাহা প্রমুখ।