Select Language

[gtranslate]
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। রাস্তায় পড়ে যাওয়া বিয়ের টাকা ফিরিয়ে নজির যুবকের ।।

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার মালিগ্রামের নয়া এলাকায় মঙ্গলবার সততার নজির তৈরী করলো এক যুবক।

এদিন সকালে একটি ব্যাগ রাস্তায় ওপর পড়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যাক্তি।ব্যাগ খুলে দেখতেই চক্ষু চড়কগাছ। ব্যাগের মধ্যে ছিলো একটা নতুন শাড়ি ও ১ লক্ষ টাকা ।ততক্ষনাত ওই ব্যাগ সমেত এলাকার দুই বিশিষ্ট সমাজসেবী মানিক খান ও প্রতাপ প্রামানিককে দেয় সেই যুবক। এরপর তাঁরা ব্যাগের মালিকের খোঁজ শুরু করে।


জানা যায় পিংলার জলচক এলাকার বাসিন্দা তপন বেরার ভাইয়ের মেয়ের বিয়ের জন্য এক লক্ষটাকা ব্যাগে নিয়ে ঘাটাল যাচ্ছিলেন কোনভাবে রাস্তায় পড়ে যায়, তারপর হারিয়ে যাওয়া ব্যাক্তিকে ওই এক লক্ষ টাকা ফিরিয়ে দেন, মানবতার নজির গড়ায় সেই যুবককে কুর্নিশ জানিয়েছেন তার এই সততার জন্য।পাশাপাশি এই যুনককে টাকা ও শাড়ি তার মালিকের কাছে পৌঁছে দেবার ব্যাবস্থা করে দেওয়ায় দুই বিশিষ্ট সমাজসেবীকেও ধন্যবাদ জানিয়েছেন পিংলাবাসী

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read