প্রধানমন্ত্রী আবাস যোজনায় ন্যায্য উপভোক্তাদের নির্বাচনের জন্য সমীক্ষা করতে গিয়ে ঘুষ চাওয়ার অভিযোগে পাকড়াও হল এক পশু চিকিৎস্যক।এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর- ১ ব্লকের কোটবাড় অঞ্চলে।
রাজ্য সরকারের পশু সম্পদ উন্নয়ন দপ্তরের একজন পশু চিকিৎসক সন্দীপ ভুঁইয়া ।অভিযোগ এই চিকিৎস্যক প্রধানমন্ত্রী আবাস যোজনায় ন্যায্য উপভোক্তাদের নির্বাচনের জন্য সমীক্ষার সময় ৫০০০ টাকা করে ঘুষ চাইতে গিয়ে ধরা পড়েছেন।
রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অভিযোগ প্রধানমন্ত্রী আবাস যোজনায় পশ্চিমবঙ্গ জুড়ে ব্যাপকভাবে দুর্নীতি হয়েছে। এখন ও হচ্ছে।
যারা এই সমীক্ষা করছেন তারা হয় নেতাদের কথামতো পক্ষপাতদুষ্ট হয়ে নিজের লোক কে পাইয়ে দেবার, নয় অর্থের বিনিময়ে ঘর পাইয়ে দেবার ব্যবস্থার মাধ্যমে দুর্নীতি করছেন। পঞ্চায়েত স্তরে শাসক দলের নেতারা প্রভাব খাটিয়ে তাদের কথামতন কাজ করবেন এমন লোকের মাধ্যমে এই সমীক্ষা করাচ্ছেন। সুতরাং এই সমীক্ষার ফলে প্রকল্পের ঘর ন্যায্য উপভোক্তাদের কাছে পৌঁচছে না।
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর- ১ ব্লকের কোটবাড় অঞ্চলের ঘটনাটা টুইট করেছেন শুভেন্দু বাবু।