Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। জয় মা ।।

স্বামী নির্লেপানন্দ :- ২৫ শে ডিসেম্বরের একটি ঘটনা |প্রথম মহাযুদ্ধ তখন সবে শেষ হয়েছে, ইংরেজদের জয়জয়কার |আমোদ হৈ হুল্লোড় তুমুল স্রোত |বিশেষ করে সেদিন বড়দিন |মায়ের ভাইঝিদের অর্থাৎ রাধু, মাকু, নলিনী বড়দিনের সার্কাস দেখার ঝোঁক চাপল |মায়ের পরমভক্ত ললিতদাদাকে তারা বায়না ধরে বসল দেখাতেই হবে | নিয়ে যেতেই হবে |ললিতবাবুর কথায় একটা মুদ্রাদোষ ছিল, থেকে থেকে কি বলে কি বলে বলা |


তিনি বললেন, তোরা কি বলে, মাকে যদি রাজী করাতে পারিস সার্কাসে যাবার জন্য তবেই কি বলে আমি কোমর বাঁধি |নইলে কি বলে বৃথা কে ঝক্কি সইবে বাবা ? বড়দিনের প্রচন্ড ভিড়ে, আর কেউ কি বলে এ কাজে একদম সাহসীই হবে না |মার কৃপায় একা আমিই, সুব্যবস্থা করে সবাইকে নিয়ে যাব |


ভাইঝিদের আবদারে পিসিমাও শেষমেষ রাজি হয়ে পড়লেন |শরৎ মহারাজের কানে প্রস্তাব পৌঁছালে তিনি ললিতকে ডেকে বললেন, মা যখন সম্মত তখন আমার আর কিছু বলার নেই |কিন্তু তুমি তো আর ছেলেমানুষ নও, বুড়ো মিনসে |তুমি বুঝে ভেবে দেখ বেশ করে |


অনর্থক গোঁয়ার্তুমি করা কি ভাল? যদি মার কষ্ট হয় কে দায়ী হবে ? আজকের এই মরসুমে মাকে নিয়ে যাবার সাহস তোমার হয় ? ললিত মিটিমিটি হেসে বললেন, মহারাজ কি বলে, আপনার অনুমোদন না হলে তো মা কোথাও একপা নড়ছেন না |আপনি মত দিন |আমি দায়ী
নিশ্চিন্তে থাকুন |আমি আপ্রাণ দেখব, মার যাতে কোন কষ্ট না হয় |সব ঝক্কি আমি ঘাড়ে নিচ্ছি |

মাঠে আর লোক ধরে না |প্রচন্ড ঠান্ডা |সার্কাস শেষ হবার পর ভীষণ ঠাসাঠাসি |ফেরবার সময় সন্ধ্যা উত্তীর্ণ |চারদিক আলোকময় |শত চেষ্টাতেও একখানা গাড়ি পাওয়া গেল না |হিমের মধ্যে ঠায় খোলা গড়ের মাঠের উপর মা শান্তভাবে দাঁড়িয়ে |



তারপর সার্কাসের তাঁবু থেকে ধর্মতলার মোড় পর্যন্ত প্রায় বিশমিনিট পথ জখম বেতো পা নিয়ে ধীরে ধীরে অম্লানবদনে হেঁটে এসে মোড়ে গাড়িতে উঠলেন | তাঁর বিজয়া গোলাপ -মার বডিগার্ড |হাত ধরে ধরে ঘোমটা দেওয়া মাকে আনছেন | বড় ছেলে সৃষ্টিধর শরৎকে মায়ের বড়ই মিষ্ট ভয় |


শরৎ মহারাজের ঘরে আমি রাত্রে তাঁর কাছে নিত্য শুই | মা বড় কিন্তু কিন্ত হয়ে মাঠ পেরোতে পেরোতে আগাম আমাকে বলে রাখছেন, “দেখলে তো বাবা, নলিতের কোনোই দোষ নাই |নিরুপায় | বাছাও তো আপ্রাণ চেষ্টা করেও কোনোমতে গাড়ি পেলেনি |ও আর কি করবে? শরৎকে বুঝিয়ে এ কথা বোলো |

নলিত যেন আমার জন্য বকুনি না খায় |”
মায়ের কি সমবেদনা, কি করুনা, কি মমতা ললিতমোহনের প্রতি |মা যেন মূর্তিমতী করুণা |

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read