প্রতিবছর বর্ষায় পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের বিশাল এলাকার মানুষ জল প্লাবিত হুলেও উদাসীন কেন্দ্রের বিজেপি সরকার।এই অভিযোগে এবং পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের মানুষদের সমস্যা সমাধানের দাবিতে এবার রাস্তায় নামার হুমকী দিলো ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটি।
ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর না হওয়ায় দুই মেদিনীপুরের কয়েক লক্ষ মানুষকে প্রতি বছর বন্যার কবলে পড়তে হয় ।তাই ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার জন্য কেন্দ্র টাকা বরাদ্দ করেছে কিনা ঘাটালের সাংসদ দীপক অধিকারী প্রশ্ন করেছিলেন।
জানা গেছে সেই প্রশ্নের পরিপ্রেক্ষিতে লোকসভার জলশক্তি মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী বিশ্বেশ্বর টুডু উত্তর দিয়েছেন।
সেই উত্তর থেকে জানা যাচ্ছে-কেন্দ্রীয় সরকার এখনো পর্যন্ত ঘাটাল মাস্টার প্ল্যানে কোন অর্থ বরাদ্দ করেনি।
কেন্দ্রীয় জলসম্পদ দপ্তরের অ্যাডভাইসারি কমিটি গত ৬ জুন ২০১৮ তারিখে ১৩৬ তম মিটিং-এ এই স্কীমটিকে অনুমোদন করেছে। যার প্রথম দফায় কাজ ধরা হয়েছে ১২৩৮ কোটি ৯৫ লক্ষ টাকা(২০১৭ সালের মূল্য অনুসারে)। পরবর্তী ক্ষেত্রে ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কমিটি চলতি বছরের ১০ ই জুন ১৭ তম মিটিংয়ে এই মাস্টার প্ল্যানের জন্য ছাড়পত্র দিয়েছে। তারপরেও বরাদ্দ হয়নি অর্থ।
এ প্রসঙ্গে ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক বলেন, দুই মেদিনীপুর জেলার তেরোটি ব্লকের স্থায়ী বন্যা নিয়ন্ত্রণে প্রায় ১৭ লক্ষ অধিবাসীকে ফি বছরের বন্যার হাত থেকে মুক্তি দিতে তৈরি বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্লানে কেন্দ্র এবং রাজ্য সরকার নানা অজুহাতে টালবাহানা করে এখনো পর্যন্ত কোন অর্থ বরাদ্দ করছে না। ফলস্বরূপ দুই জেলার লক্ষ লক্ষ মানুষ প্রতি বছর বর্ষার সময় সর্বস্বান্ত হচ্ছেন। অবিলম্বে কেন্দ্রীয় ও রাজ্য সরকার এই মাস্টার প্ল্যানে যাহাতে অর্থ মঞ্জুর করে আগামী বর্ষার পূর্বে কাজ শুরু করে, সে জন্য আমরা সরকারের নিকট দাবি জানাচ্ছি।
ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক হুমকী দিয়েছেন
অতিসত্বর এ ব্যাপারে কোন পদক্ষেপ নেওয়া না হলে অর্থাৎ অর্থ মঞ্জুর করা না হলে কমিটি বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে।