পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ার ব্রজলালচক মোড়ে রাস্তা পার হতে গিয়ে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হল স্থানীয় এক গৃহবধূ ।
জানা গেছে বৃহস্পতিবার বিকাল ৩:২০ মি নাগাদ হলদিয়ার ব্রজলাল চক চৌ মোড়ে পথ দূর্ঘটনা ঘটে। এলাকাবাসীদের থেকে জানা গেছে একটি বালি বোঝাই ডাম্পার এক মহিলা সাইকেল আরোহীর পায়ের ওপর থেকে চলে যায়।
জানা যায় ওই গৃহবধূ হলদিয়া পঞ্চায়েত সমিতির কর্মাধক্ষ অলোক রঞ্জন দাসের কন্যা । ব্যক্তিগত কাজ সেরে সাইকেল নিয়ে রাস্তা ফেরানোর সময় একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে গৃএই হবধূকে ধাক্কা মারে। পায়ের উপর থেকে ডাম্পারর্টি চলে যায়। নিদারুণ যন্ত্রণায় ছটফট করতে থাকেন এই মহিলা।
ঘটনাস্থলে হাজির সাধারন মানুষেরা সাথে সাথে তাঁকে তুলে হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ভবানীপুর থানার পুলিশ। ব্রজলালচক মোড়ে ট্রাফিক পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে দুর্ঘটনা ঘটলো প্রশ্ন উঠছে এলাকাবাসীর মধ্যে।