প্রদীপ কুমার মাইত :- নন্দীগ্রামের দলত্যাগী বটকৃষ্ণ দাস অবশেষে ফিরে এলেন বিজেপিতে। বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য ছিলেন। গত ২৩ শে অক্টোবর মতবিরোধের জেরে পদ্ম শিবির ছেড়েছিলেন।
বিজেপির পথ থেকে তিনি ইস্তফা দিয়েছিলেন। এরপর সাংবাদিক বৈঠক করে বিজেপি ছাড়বেন জানিয়েছিলেন প্রভাবশালী বিজেপি নেতা নন্দীগ্রামের বটো কৃষ্ণ দাস। এমনকি তৃণমূল শিবিরে যোগ দেবেন বলে জানা গিয়েছিলে। শেষ অবদি তিনি নিজেকে সংযত রাখেন। তৃণমূল শিবিরে যোগ দেননি। তার অপর সংগঠনের নেতৃত্ব তৃণমূলে যোগ দিলেও তিনি নিজেকে সংযত রাখেন ও ঘর বন্দী থাকেন। কুনাল ঘোষের নেতৃত্বে চৌঠা নভেম্বর জয়দেব দাস সহ ৩৩ জন তৃণমূলে যোগদান করেন । গেরুয়া শিবিরের সেভাবে যোগাযোগ ছিল না। বটো কৃষ্ণ তৃণমূলে যোগদান না করে নিজেকে গৃহবন্দী করে রাখেন । ঠিক একমাস পরে আবারও গেরুয়া শিবিরে ফিরে এলেন। বিরোধীদলের তার শুভেন্দু অধিকারীর হাত ধরেই আবার বিজেপিতে ফিরে আসেন। নন্দীগ্রামের বিজেপি নেতা বটো কৃষ্ণ দাস জানান, দলের মধ্যে মতপার্থক্য চলছিল। নন্দীগ্রামে বহুদিন ধরে বিজেপি করি। নব্য বিজেপিরা চলে আসায় মতপার্থক্য চলছিল চরমে। শুভেন্দু অধিকারী আমাদের নিয়ে বসে আমাদের বিষয়ে অভ্যন্তরীণ আলোচনা হয় এবং শেষমেষ আমি বিজেপিতে আবার যোগদান করি।