Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। এবার‘লাভ স্টেশন’-এ জোভান-পড়শী ।।

বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা আহমেদ জোভান। অন্যদিকে সুরেলা কণ্ঠের যাদুকর সাবরিনা পড়শী। এবার দুজনের দেখা হলো ‘লাভ স্টেশন’-এ। না, এটা বাস্তবের কোনও প্রেম-রসায়ন নয়। বরং নাটকের গল্প।

অভিনেতা জোভান ও গায়িকা পড়শী জুটিবেঁধে অভিনয় করেছেন একটি নাটকে। সেটারই নাম ‘লাভ স্টেশন’। পরিচালনায় মহিদুল মহিম। ডিসেম্বরের প্রথম তিন দিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলে নাটকটির শুটিং সেরে এসেছেন তারা।


এ প্রসঙ্গে জোভান বলেন, “শ্রীমঙ্গলের একটি রিসোর্ট এবং কুলাউড়া রেলওয়ে স্টেশন ইত্যাদি জায়গায় শুটিং করেছি। গত ১, ২ ও ৩ ডিসেম্বর শুটিং হয়েছে। অপূর্ব সব জায়গায় বেশ আনন্দের সঙ্গেই কাজটি করেছি।”

‘লাভ স্টেশন’র গল্পটা রোমান্টিক-কমেডি ঘরানার। দুটি চরিত্রের জার্নির উপাখ্যান উঠে আসবে এতে।

পড়শীর সঙ্গে প্রথমবার অভিনয়। গান থেকে অভিনয়ে আসা এই তরুণীকে নিয়ে জোভানের একবাক্যে মন্তব্য, “গায়িকা হিসেবে ভালো, অভিনেত্রী হিসেবে সম্ভাবনাময়ী।”

আগামী ৩১ ডিসেম্বরে বছর শেষ উপলক্ষে অথবা ভালোবাসা দিবসে নাটকটি প্রচারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন জোভান।

এর আগে পড়শী ‘মারিয়া ওয়ান পিস’, ‘শাদি মোবারক’ শীর্ষক নাটকে কাজ করেছেন। এগুলোতে তাকে দেখা গেছে কলকাতার ঋষি কৌশিক ও ঢাকার মুশফিক ফারহানের সঙ্গে।

এদিকে শনিবার (১০ ডিসেম্বর) প্রচার হতে যাচ্ছে জোভান অভিনীত নতুন নাটক ‘গোল্ডেন গোল’। তপু খান পরিচালিত নাটকটির গল্প আবর্তিত হয়েছে ব্রাজিল ও আর্জেন্টিনা সমর্থনের মজাদার ইস্যু নিয়ে। এতে জোভানের বিপরীতে আছেন সাফা কবির। নাটকটি দেখা যাবে সুলতান এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read