Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। অনুষ্ঠিত হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ।।

কেকা মিত্র :- শীতের শহরে আবার জমে উঠতে চলেছে সিনেমার উৎসব।আগামী ১৫ থেকে ২২ ডিসেম্বর অনুষ্ঠিত হতে চলেছে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।



এই বছর এই উৎসবে থালি গার্ল হিসাবে দেখা যাবে অভিনেত্রী রূপকিনি মৈত্রকে। আগামী ১৫ ডিসেম্বর বৃহ্পতিবার এই উৎসবের উদ্বোধন করবেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল ড: সি ভি আনন্দ বোস, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এবং বাংলার ব্যান্ড আম্বাসাটার শাহরুখ খান এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোাপাধ্যায় ।

মঞ্চে অন্যান্য অতিথিদের মধ্যে থাকবেন প্রাক্তন ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি সঙ্গীত শিল্পী অরিজিৎ সিং, কুমার শানু, অভিনেত্রী রানী মুখোপাধ্যায়, পরিচালক মহেশ ভাট , অভিনেতা প্রসেনজিৎ, সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রী।

আজ শিশির মঞ্চে চলচ্চিত্র উৎসবের সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের তিন মন্ত্রী বিরবাহ হাসদা,অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেন। উপস্থিত ছিলেন উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্তী, রাজ্যের ডিরেক্টর জেনারেল
শান্তনু বসু, অভিনেতা প্রসেনজিৎ
চট্টোপাধ্যায়, অভিনেত্রী জুন মালিয়া, রূপকিনী মৈত্র,পরিচালক হরনাথ চক্রবর্তী, সুদেষ্ণা রায় ও অনন্যা চক্রবর্তী ও নন্দনের অধিকর্তা মিত্র চ্যাটার্জী।


মন্ত্রী অরূপ বিশ্বাস বলেন প্রতিবছরের মতন এই উৎসব অনুষ্ঠিত হবে নন্দন এক,দুই,তিন, এছাড়া নজরুল তীর্থ দুটি প্রেক্ষাগৃহ, রবীন্দ্র সদন, শিশির মঞ্চ, চলচ্চিত্র শতবর্ষ ভবন, ওকাকুরা ভবন, সহ আরো কিছু হলে। থাকছে সত্যজিৎ রায় মেমোরিয়াল লেকচার।এই লেকচার দেবেন সুধীর মিশ্র। মুক্ত মঞ্চে অর্থাৎ একতারা মঞ্চে সিনে আড্ডা হবে ১৭ থেকে ২১ ডিসেম্বর। উপস্থিত হবেন বাংলা চলচ্চিত্রে র অনেক শিল্পী।সিনেমা নিয়ে আলোচনা, আড্ডা, সেমিনার, থাকছে এই মঞ্চে।


বাংলা একাডেমী ও জীবনানন্দ সভা ঘরে ছোটো ছবি, ডকুমেন্টরি র ওপর আলোচনা ও প্রদর্শনী চলবে রোজ।থাকছে নানা দেশের পুরনো ও নতুন ছবি, দেশ বিদেশের পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, প্রযোজক। এনারা মিডিয়া সেন্টারে প্রতিদিন মিলিত হবেন সাংবাদিকদের মুখোমুখি।


মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন ১৭৮টা ফিল্ম ও ২৩১টা শো হবে। ১০ টা ভেনু ও ১৪ টা ক্যাটাগরি থাকছে।
কম্পিটিশের সেশন এ থাকছে ৬৬ টি দেশ বিদেশের সিনেমা।এই উৎসবে স্পেশাল ট্রিবিউট থাকছে তরুণ মজুমদার, প্রদীপ মুখোপাধ্যায়, শিব কুমার শর্মা, এঞ্জেল লংসবেরি। অমিতাভ বচ্চন রেট্রোস্পেকটিভ এ এবার দেখানো হবে ৯ টা ছবি।



সেন্টানারি ট্রিবিউট যাদের শ্রদ্ধা জানানো হবে তারা হলেন আলাইন রেস্নাইস, পিয়ের পাওলো পাসলিনি, মিছিল ক্যাকোয়ান্নিস, দিলীপ কুমার, অসিত সেন, হৃশীকেশ মুখোপাধ্যায়, ভারতী দেবী, কে আসিফ ও আলী আকবর খান। মন্ত্রী বিরবহ হাসদা জানালেন সাতটি সাঁওতালি ছবি এই উৎসবে দেখানো হবে। সেই ছবি গুলির মধ্যে অন্যতম হল টুসু, লোটাস ব্লুম, ধারতি লতা ধরো, মানসাই, নাসিম্যাই ,ভগবৎ জুগম। কুরমালি, সংস্কৃতি ও রাজ বংশী ছবি দেখানো হবে।

মিত্র চ্যাটার্জী সাংবাদিক সন্মেলনে জানালেন আমাদের এই উৎসবের ক্যাপশন হলো ” বিশ্ব মেলে ছবির মেলায়”। ৯ রকম রস দিয়ে সাজানো এই উৎসব।যেমন শান্ত রস, সিঙ্গার রস, অদ্ভুত রস, প্রেম রস, রৌদ্র রস সহ নানা রসে সম্বৃদ্ধ হবে ২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।


উৎসবের চেয়ারম্যান রাজ চক্রবর্ত্তী জানালেন জাতীয় ফিল্ম প্রতিযোগিতায় হীরালাল সেন মেমোরিয়াল ট্রফি ও ক্যাশ প্রাইজ দেওয়া হবে উৎসবের সেরা ছবি ও সেরা পরিচালককে।


এছাড়া রয়েল বেঙ্গল টাইগার আওয়ার্ড ও ক্যাশ প্রাইজ পাবেন আন্তর্জাতিক ফিল্ম প্রতিযোগিতায় সেরা সিনেমা, সেরা পরিচালক, সেরা শর্ট ফিল্মএবং সেরা ডকুমেন্টরি ফিল্ম।

হোমেজে বিভাগ এ দেখানো হবে যেন লুক গদার্ড এর সেরা ৪ টি ছবি। পরিচালক হরনাথ চক্রবর্তী জানালেন গগণেন্দ্র প্রদর্শনী শালায় ও নজরুল তীর্থে অমিতাভ বচ্চন ও গদার এর ওপর থাকছে বিশেষ ছবির প্রদর্শনী। এছাড়া বিভিন্ন খেলা নিয়ে আমাদের দেশে ও বিদেশে নানা সিনেমা হয়েছে সেই গুলো এবারের উৎসবে দেখানো হবে। তার মধ্যে উল্লেখ্যযোগ্য হলো গেম অন ৮৩, এম এস ধনী, চক দে ইন্ডিয়া, মেরি কম, কোনি সহ আরো কিছু ছবি। বিধায়ক ও অভিনেত্রী জুন মালিয়া বলেন ২২টি নতুন বাংলা সিনেমা এবারের উৎসবে দেখানো হবে।


সেই গুলো হলো সুব্রত সেনের প্রজাপতি, পলাশ দে র তরঙ্গ, অরুণাভ খাজনবিস এর ছবি নীতি শাস্ত্র, এছাড়া দেখানো হবে খাস জমি, শহরের উষ্ণতম দিন, উত্তরণ, ইকির মিকির, আকরিক সহ আরো কিছু সিনেমা। দেখানো হবে অমিতাভ বচ্চনের দিবার, ব্ল্যাক সহ ৯টি সিনেমা।
উল্লেখ্য করা যেতে পারে গত বছর করোণার কারণে এই উৎসব বাতিল হয় এবং এই বছর ২৫ এপ্রিল থেকে ১ মে ২৭ তম চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়েছিলো।

আবার শীতের মরশুমে নতুন করে হতে চলেছে
২৮ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আশা করা যায় সিনেমা প্রেমীরা নতুন করে মেতে উঠবে এই উৎসবে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read