ইন্দ্রজিৎ আইচ :- ময়দানের এম পি বিড়লা প্লানেটরিয়াম এর হলে প্রকাশিত হলো গৌতম গণ ও শ্রেয়সী গণ এর লেখা বই ” দে ক্রস দা বর্ডার “। বইটি প্রকাশ করেন সমিত ঘোষ, রিপাবলিক বাংলার সাংবাদিক অনির্বাণ সিনহা ও আরো অনেক ব্যাক্তিবর্গ।
শ্রেয়সী গণ ব্যাঙ্গালোরে চাকরি করেন, গৌতম গণ ভারতবর্ষের ১০ টি ব্যাংক এ চাকরি করেছেন। শ্রেয়সী গণ গৌতম গণ এর কন্যা। এনারা দুজনেই বই টা লিখেছেন। উপস্থিত সকল অতিথিরা এই দুজনের লেখার খুব প্রশংসা করেন।
এক সাংবাদিক সন্মেলনে গৌতম গণ বলেন আমি একজন অর্থনীতিবিদ। অনেক বছর ব্যাংকে কাজ করেছি। আমাদের পূর্বপুরুষ এর আদি বাস বাংলাদেশ।
আমরা ছিলাম বিরাট জমিদার। দেশ ভাগের পর আমার পূর্ব পুরুষ দের কলকাতায় আসা, তারপর লেখাপড়া, চাকরি সূত্রে বিলেত, পরে ভারতের বিভিন্ন রাজ্যে ঘোরা, নানা ধরনের মানুষ এর সাথে পরিচয়, জীবন কে কাছ থেকে দেখা এই সব মিলিয়ে ২৪৪
পাতার এই বই “দে ক্রস দা বডার”।
নোসন প্রেস থেকে প্রকাশিত এই বই এর দাম ২৯৯ টাকা।