Select Language

[gtranslate]
৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। নন্দীগ্রামে সরকারী কর্মচারী দম্পতিকে মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা বিজেপির ।।

নন্দীগ্রামের বিজেপি কর্মী সমর্থকদের নোংরা রাজনীতির শিকার হল এক দম্পতি।স্ট্যান্ডে দীর্ঘক্ষন ধরে দাঁড়িয়ে থাকে এই দম্পতিকে ঘিরে ধরে মধুচক্র চালানোর মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয় ।এর জেরে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় ।বুধবার রাত্রে চাঞ্চল্যকর ঘটনাটা ঘটেছে গোকুলনগর অঞ্চল।

কেন মিথ্যা কারনে এক দম্পতিকে হেনস্থার কারনে বৃহস্পতিবার বিজেপি তৃণমূল সংঘর্ষের ঘটনাও ঘটেছে। আর সেই ঘটনায় বাকরুদ্ধ এই দম্পতি।
জানা গেছে স্বামীর সাথে কয়েকদিন ধরে মনোমালিন্য কোলাঘাটের দেড়িয়াচক গ্রাম পঞ্চায়েতের হিরাপুর গ্রামের সঙ্গীতা মাইতি। সঙ্গীতা দেবীর স্বামী নীলকমল দাস নন্দীগ্রাম গোকুলনগর অঞ্চলে কর্মরত।



গতকাল রাতে নন্দীগ্রামে গোকুলনগর অঞ্চলে স্বামীর সাথে দেখা করতে গিয়েছিলেন সঙ্গীতা। আর সেখানেই মধুচক্রের অভিযোগ তুলে ঘেরাও করে কয়েক জন বিজেপি সমর্থক। রাতেই কোলাঘাটের সঙ্গীতাকে নন্দীগ্রাম থানার পুলিশ উদ্ধার করে নিয়ে যায় নন্দিগ্রাম থানায়।



সেখানে সঙ্গীতা দেবী বিবাহ সার্টিফিকেট দেখানোর পর নন্দীগ্রাম থানার পুলিশ সঙ্গীতাকে ছেড়ে দেয়। কিন্তু সঙ্গীতার চোখে মুখে এখনো সেই আতঙ্কের ছোঁয়া। বাড়িতে পৌঁছে সেই বিভীষিকার রাতের ঘটনায় চোখে সামনে ভাসলেই আতঙ্কের শিউরে উঠছেন কোলাঘাটের হীরাপুর গ্রামের সঙ্গীতা।

তিনি জানান যে আমি সম্পূর্ণ নির্দোষ। নন্দীগ্রামে গিয়ে রাজনৈতিক শিকার হতে হয়েছে। কারন আমি আমার স্বামীর সাথে দেখা করতে গেলেও আমাকে অপবাদ দেওয়া হয় আমি নাকি মধুচক্রের সঙ্গে যুক্ত। আমার সম্মানহানি করা হয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read