ইন্দ্রজিৎ আইচ :- রাজারহাট নিউ টাউন এর কাছে সম্পূর্ন অত্যাধুনিক জে এম আর মিউজিক স্টুডিও উদ্বোধন হলো সম্প্রতি।
এই ৫০০ স্কোয়ার ফুটের স্টুডিও উদ্বোধন করেন জি বাংলা সারেগামাপা-র মিউজিক হেড এবং বিখ্যাত সঙ্গীত শিল্পী রথিজিত ভট্টাচার্য, মিউজিশিয়ান
রাজা চৌধুরী, গোরা গুপ্ত এবং জে এম আর মিউজিকের কর্ণধার জোতিরর্ময় রায়।
সকলেই বলেন এই ধরনের স্টুডিও এর আগে কলকাতায় হয়নি। আর কাউকে মুম্বাই বা
অন্য কোথাও যেতে হবে না রেকডিং করতে। সঙ্গীতের ক্ষেত্রে এই উদ্যোগ কে উপস্থিত সকলেই সাধুবাদ জানান। এক সাংবাদিক সন্মেলনে এই মিউজিক ও স্টুডিও কোম্পানির প্রধান জোতিরর্ময় রায় জানালেন এই স্টুডিও পূর্ব ও উত্তর পূর্ব ভারতের
উন্নত মানের স্টুডিও।
এটা ডলবি ডিজিটাল স্টুডিও, এখানে ফ্যামিলি সিরিজ,৫’১ মিক্সিং, মাস্টারিং, ডাবিং, মিউজিক পাবলিশিং সব সুবিধা পাওয়া যাবে।
Author: ekhansangbad
Post Views: ৭৬