Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। কাঁথিতে প্রোমো ম্যারাথানকে ঘিরে উন্মাদনা ।।

শীতের সকালে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে প্রোমো ম্যারাথান প্রতিযোগিতাকে ঘিরে উন্মাদনা চরমে ওঠে । কাঁথি থানা ও কাঁথি পৌরসভার উদ্যোগে এবং কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শনিবার দিঘা বাইপাসে ম্যারাথানের সূচনা হয় । পতাকা নেড়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার মানব সিংঘল ,কাঁথি মহকুমা পুলিশ আধিকারীক সোমনাথ সাহা,কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না,দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরুন জানা প্রমুখ।


কাঁথি থানার আইসি অমলেন্দু বিশ্বাস জানিয়েছেন ১০০ জনের বেশী প্রতিযোগী এদিন ম্যারাথানে অংশ গ্রহন করেছিলো।কন্টাই পাবলিক স্কুলের সামনে তিন কিমি এই ম্যারাথান প্রতিযোগিতার সমাপ্তি হয় ।সেখানেই ছোট অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার তুলে দেওয়া হয়েছে প্রতিযোগিদের।

জানা গেছে পুরুষদের বিভাগে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে শীর্ষেন্দু সাহু,অসীম মাহাতো এবং মোহন আচার্য। মহিলাদের বিভাগে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় হয়েছে যথাক্রমে সাবেনা খাতুন,মহামায়া মাইতি এবং সালমিয়া খাতুন।পুরস্কার মঞ্চে দুই বিভাগের প্রথম,দ্বিতীয় ও তৃতীয়স্থানাধিকারিদের যথাক্রমে নগদ ৫০০০ টাকা,৩০০০টাকা ও ২০০০ টাকা সহ ট্রফি-সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে।এছাড়াও বাকী প্রতিযোগিদের সার্টিফিকেট দিয়ে সম্মানিত করা হয় ।


পুরস্কার বিতরন মঞ্চে অন্যান অতিথিদের সাথে কাঁথি পৌরসভার কাউন্সিলার অতনু গিরি,কাঁথি মহকুমা ক্রীড়া সংস্থার সতীনাথ দাস অধিকারী,রামকৃষ্ণ পন্ডা,সুস্মিত মিশ্র সহ অন্যান পুলিশ আধিকারীকেরা উপস্থিত ছিলেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read