Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। ঢাকাই সিনামার রানি শাবনূরের আজ জন্মদিন ।।

ঢাকাই সিনেমার সফলতম ও দর্শক নন্দিত নায়িকাদের মধ্যে অন্যতম শাবনূর। এক সময় নিয়মিত কাজ করলেও, দীর্ঘদিন ক্যামেরার বাইরে এ অভিনেত্রী। শনিবার (১৭ ডিসেম্বর) তার ৪২তম জন্মদিন। ১৯৭৯ সালের আজকের এই দিনে যশোর জেলায় জন্ম শাবনূরের। বাবার নাম শাহজাহান চৌধুরী। তিন ভাই বোনের মধ্যে শাবনূর সবার বড়।

পারিবারিকভাবে ঢালিউডের এ সুপারস্টারের নাম রাখা হয়েছিল কাজী শারমিন নাহিদ নূপুর। কিন্তু চলচ্চিত্রে আসার পরে পরিচালক এহতেশাম তার নাম পরিবর্তন করে রাখেন শাবনূর। শাবনূর শব্দের অর্থ রাতের আলো।

ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি দারুণ ঝোঁক ছিল শাবনূরের। তাই নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ১৯৯৩ সালে চাঁদনী রাত সিনেমার মাধ্যমে পরিচালক এহতেশামের হাত ধরেই চলচ্চিত্রে অভিষেক হয় তার। এই চলচ্চিত্রটি ব্যবসায়িকভাবে ব্যর্থ হলেও পরে সালমান শাহের সাথে জুটি বেধে তিনি সফলতা লাভ করেন।

সালমান-শাবনূর জুটির প্রথম ছবির নাম ‘তুমি আমার’। জহিরুল হক পরিচালিত সিনেমাটি ১৯৯৪ সালে মুক্তি পায়। এরপরের ইতিহাসটা সবারই জানা।
প্রয়াত নায়ক সালমান শাহের সঙ্গে ‘তুমি আমার’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘আনন্দ অশ্রু’, ‘তোমাকে চাই’, ‘সুজন সখী’সহ ১৪টি সিনেমায় অভিনয় করেন শাবনূর। এই জুটির প্রায় প্রতিটি চলচ্চিত্রই দর্শকপ্রিয়তা পায় এবং সুপার-ডুপার হিট হয়। সালমান শাহর পর নায়ক মান্না, রিয়াজ, শাকিব খান, ফেরদৌসের বিপরীতেও অভিনয় করেছেন তিনি। পেয়েছেন দর্শকপ্রিয়তাও।

নয়ের দশকের এ নায়িকা অভিনয়জীবনে প্রায় ৮০টির মতো সিনেমা করেছেন। জিতেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তিনিই একমাত্র ঢালিউড অভিনয়শিল্পী যিনি ১০ বার দর্শক ভোটে পেয়েছেন ‘সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পী (নারী)’ পুরস্কার। ১৯৯৯ থেকে ২০০৩ পর্যন্ত তিনি টানা পাঁচবার শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।

ব্যক্তিগত জীবনে ২০১২ সালের ২৮ ডিসেম্বর ব্যবসায়ী অনিক মাহমুদ হৃদয়ের সঙ্গে ঘর বাঁধেন শাবনূর। পরে ২০২০ সালের ২৬ জানুয়ারি বিবাহবিচ্ছেদ হয় অভিনেত্রীর। বর্তমানে পুত্র আইজান ও নিজের কাছের মানুষদের সাথেই অস্ট্রেলিয়ায় শাবনূরের বসবাস।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read