প্রদীপ কুমার সিংহ :- রবিবার সকালে বারুইপুরের এইচডিপিও অফিস বিশ্বাস এক সাংবাদিক বৈঠক করে বলেন গোপন সূত্রে খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ শনিবার রাত্রে বারুইপুর থানার অন্তর্গত মল্লিকপুর জান মসজিদ এলাকার তিন কামরা থেকে অস্ত্র সহ দুই দুষ্কৃতী কে গ্রেপ্তার করেছে।
ধৃতদের নাম মোহাম্মদ দিলদার, শেখ দানিস, এদের বাড়ি ওই এলাকাতেই, উদ্ধার হয়েছে তিনটি বন্দুক, চার রাউন্ড কার্টুজ, এদের নামে আগেও নানা অপরাধের অভিযোগ আছে বিভিন্ন থানায়, এরা কোথা থেকে অস্ত্র জোগাড় করল তা পুলিশ খতিয়ে দেখছে।
ধৃতদের বিরুদ্ধে পুলিশ ২৫/২৭অস্ত্র আইনে মামলার রুজু করেছে।। ধৃতদের রবিবার বারুইপুর মহাকুমা আদালতে তোলা হয় বিচারকের কাছে বারুইপুর থানার পক্ষ থেকে আবেদন করা হয় নিজেদের হেফাজতে নেওয়ার জন্য। কারণ এরা অস্ত্র ব্যবসা করে কিনা তা জানতে।
Author: ekhansangbad
Post Views: ৮২