আগামী ২০ ডিসেম্বর ও ২১ ডিসেম্বর এই দুইদিন ধরে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গ রাজ্য মিষ্টান্ন ব্যাবসায়ী সমিতির ২৩ তম দ্বিবার্ষিক রাজ্য সম্মেলন।
এই রাজ্য সম্মেলন থেকে মিষ্টান্ন ব্যবসায়ীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন সামাজিক কাজ ও সংগঠন বৃদ্ধি নিয়েও আলোচনা হবে।
জানা গেছে সম্মেলনের সূচনায় থাকবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী ডঃ সৌমেন মহাপাত্র,পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক আয়েশা রাণী ও মেদিনীপুর বিধানসভার বিধায়ক জুন মালিয়া সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সোমবার সংগঠনের জেলা সভাপতি গণেশ চন্দ্র দাস সাংবাদিক বৈঠকে জানান রাজ্যের প্রায় ২৩ জেলা থেকে সংগঠনের নেতৃত্ব ও কর্মীরা উপস্থিত থাকবেন বলে জানা গিয়েছে।
Author: ekhansangbad
Post Views: ৮৩