পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার শহীদ মাতঙ্গিনি ব্লকের বল্লুক এক নম্বার গ্রাম পঞ্চায়েতে প্রধান মন্ত্রী আবাস যোজনা ও আবাস প্লাস যোজনায় বাড়ির প্রাপক তালিকা তৈরীর জন্য গ্রাম সভার আয়োজন করা হয় ।অভিযোগ সেই সভায় ব্লকের বিডিও এবং প্রধানকে হেনস্থা করা হয় ।এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল উঠেছে।
জানা গেছে বাড়ির প্রাপক তালিকায় যারা আছে আর যাদের তালিকায় নাম নেই সেই দু দলের মধ্যে গ্রাম সভায় ব্যাপক মারামারি লাগে।সেই মারামারি থামাতে গেলে বিডিও ও প্রধানকে হেনস্থা করা হয় বলে অভিযোগ।এর জেরে এলাকায় উত্তেজনা তৈরী হয়েছে।
স্থানীয় তৃনমূল নেতৃত্বের অভিযোগ পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় উত্তেজনার পরিবেশ তৈরী করতে মানুষকে ভুল বুঝিয়ে এই কান্ড করছে বিজেপি।বিজেপি অভিযোগ অস্বীকার করে দুর্নীতির অভিযোগ এনেছে।
উত্তেজনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে