Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। শুভেন্দুর রাজনৈতিক ফায়দা আটকাতে সভা স্থগিত তৃনমূলের ।।


রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক ইঞ্চি রাজনৈতিক জমি ছাড়তে নারাজ তৃনমূল।তাই কোন ভাবেই যাতে নিজের ব্যার্থতা ঢাকতে তৃনমূলের উপরে বিজেপি কিংবা শুভেন্দু অধিকারী দায় চাপাতে না পারে,তার জন্য নিজেদের সভা স্থগিত করলো শাসক দল ।

অধিকারীদের বাড়ি শান্তিকুঞ্জ থেকে মাত্র ২০০ মিটার দুরে গত ৩ ডিসেম্বর সভা করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সভা থেকে শুভেন্দু অধিকারী সহ তার পরিবারের অন্যান্য সদস্যের দুর্নীতি-নীতি নৈতিকতা নিয়ে সোচ্চার হন অভিষেক।সেই সভার পাল্টা ২১ ডিসেম্বর রেল স্টেশন সংলগ্ন মাঠে সভা করছেন শুভেন্দু অধিকারী।ওই দিন যুব তৃণমূলেরও কাঁথিতে কর্মসূচি ছিল। সেই কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছেন কাঁথি যুব তৃণমূলের সভাপতি সুপ্রকাশ গিরি।


সুপ্রকাশ গিরি বলেন, গোটা জেলা জুড়েই আমাদের এক মাস ধরে ‘গদ্দার হটাও’ কর্মসূচি চলছে। সেই অনুযায়ী আগামিকাল যেখানে শুভেন্দু সভা করছেন সেখান থেকে এক কিলোমিটার দূরে আমাদের সভা করার কথা ছিল। আমরা পুলিশের কাছ থেকে আগাম অনুমোদনও নিয়েছিলাম। কিন্তু শুভেন্দু অধিকারী হাই কোর্টে গিয়ে ওই একই দিনে সভা করার অনুমতি নিয়ে এসেছেন। আমরা কোনও ঝামেলা চাই না। সেই কারণেই আমরা আগামিকাল সভা করার সিদ্ধান্ত বাতিল করেছি।

সুপ্রকাশ বলেন নিজেদের ক্ষমতা অনুযায়ী ছোট মাঠে সভা করছে বিজেপি।ওদের লোক নেই,তার উপরে আমাদের সভার কারনে সেই সভায় লোক না হলে,ব্যার্থতা ঢাকতে দায় চাপাবে শুভেন্দু ও বিজেপি।এছাড়াও দলীয় কর্মীদের উস্কে উত্তেজনা তৈরীর চেষ্টা করবে শুভেন্দু।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read