Select Language

[gtranslate]
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ শুক্রবার ১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। পানীয় জলের পাইপের কাজ শুরু হয়েছে ।।

প্রদীপ কুমার সিংহ :- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কয়েক মাস আগে ঘোষণা করেছিল পশ্চিমবাংলা প্রত্যেকটি জেলায় প্রত্যেকের বাড়িতে প্রত্যেক মানুষের জন্য পানীয় জল পৌঁছানোর প্রকল্প। সেই মোতাবেক পানীয় জলের প্রকল্প কাজ শুরু হয়েছে সারা পশ্চিমবাংলা প্রতিটা জেলায়।

দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর সরদার পাড়ায় পানীয় জলের পাইপ বসাতে দেখা গেল জেসিবি মেশিন দিয়ে।



স্থানীয় সূত্র খবর বেশ কিছুদিন আগে পানীয় জলের জন্য একটি প্রকল্পর উদ্বোধন হয়েছিল বারুইপুরে। এখন যাতে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছাতে পারে সরকার, তার জন্য প্রতিটা পঞ্চায়েত এলাকায় এই পানীয় জল পাইপলাইনে কাজ হচ্ছে।

এখানে প্রায় আশি ভাগ পানীয় জলের পাইপ লাইনে কাজ হয়ে গেছে দু-তিন মাসের মধ্যে অথবা পঞ্চায়েত ভোটের আগেই বাড়িতে বাড়িতে প্রতিটা মানুষ যাতে পানীয় জল খেতে পারে তারই ব্যবস্থা । এতে করে সাধারণ মানুষ খুবই খুশি।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read