Select Language

[gtranslate]
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। সপ্তম ন্যাশনাল হেপকিডো প্রতিযোগিতায় গোল্ড মেডেল জয়ী নন্দকুমারের মেয়ে ।।

কলকাতার দমদম অমল দত্ত ক্রীড়াঙ্গনে সপ্তম জাতীয় হেপকিডো প্রতিযোগিতায় গোল্ড মেডেল নন্দকুমারের মেয়ে দীপ্তি মিশ্র।দেশের বাইশটি রাজ্য থেকে প্রায় দুই হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেন। তারমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের ১৪৫ জন। এর মধ্যে শুধু পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থেকে অংশ নেয় ১৩ জন প্রতিযোগী।


পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার ব্লক থেকে হেপকিডো প্রতিযোগিতায় ওজন এবং বয়স ভিত্তিক ক্যাটাগরিতে নির্ধারিত হয়ে প্রতিযোগিতায় ১৩ জন অংশগ্রহণ করেছিল । গত ১৮ ডিসেম্বর থেকে অমল দত্ত ক্রীড়াঙ্গন প্রতিযোগিতা হয় বলে জানালেন পূর্ব মেদিনীপুর হেপকিডো একাডেমির সংস্থার কর্ণধার, প্রশিক্ষক ও সম্পাদক পবিত্র গোস্বামী।

পবিত্র গোস্বামী বলেন আমার স্টুডেন্টরা খুব ভালো ফল করবে বলে আশাবাদী ছিলাম ।জানিয়েছেন তাঁর ছাত্রী দীপ্তি মিশ্র ইউথ জুনিয়ার গোল্ড মেডেল জয়ী। এছাড়াও পায়েল জানা ইউথ জুনিয়র সিলভার, সুমি প্রধান ইউথ জুনিয়ার সিলভার, দিশা দে সাব জুনিয়ার ব্রোঞ্জ, শেখ আফসার সিনিয়ার ব্রোঞ্জ পেয়েছে।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read