প্রদীপ কুমার মাইতি ‘- ফের উত্তপ্ত পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম। শুক্রবার নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচনকে ঘিরে বিজেপি ও তৃণমূলের সংঘর্ষ বাধে। কার্যত উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় গোটা এলাকায়।
দফায় দফায় উত্তেজনা ছড়ায় বুথ কেন্দ্রে , সশস্ত্র পুলিশ বাহিনী থাকলেও বাইরে থেকে লোক ঢুকাচ্ছে বিজেপি। অভিযোগ তৃণমূলের, যদিও অভিযোগ অস্বীকার বিজেপি নেতৃত্বের, অভিযোগ পাল্টা অভিযোগে দুপক্ষের মধ্যে গন্ডগোল বাঁধে, এই ঘটনায় ভোটারদেরও মারধর করা হয় বলে অভিযোগ, গুডনাইট এলাকায় মোতায়ন রয়েছে বিশাল পুলিশ বাহিনী।
সমবায় ভোট ঘিরে নন্দীগ্রামে উত্তেজনা ছড়ায়। উত্তেজনা নন্দীগ্রামের ভেটুরিয়া সমবায় সমিতি নির্বাচন ঘিরে। বুথ কেন্দ্রে সশস্ত্র পুলিশ মোতায়েন থাকলেও বিজেপি বহিরাগত ঢোকাচ্ছে অভিযোগ তৃণমূলের। এই অভিযাগ কে ঘিরে উত্তেজনা। নন্দীগ্রাম থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বহিরাগত লোক আনার অভিযোগ বিজেপির।
উত্তেজনার মধ্যেও এখনও পর্যন্ত ১২ টি আসনে,১ টি আসনে তৃণমূল বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বাকি ১১ টি আসনে ভোট চলছে। স্থানীয় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে।