Select Language

[gtranslate]
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। নন্দীগ্রামে সমবায় নির্বাচনে হার বাম-বিজেপি জোটের ।।

এবার নন্দীগ্রামের মানুষ শুভেন্দু অধিকারীর থেকে মুখ ঘোরাতে শুরু করলো।শুধু তাই নয় তৃনমূলকে হারাতে সিপিএমের সাথে বিজেপির অনৈতিক জোটকে ছুড়ে ফেললো হলদি নদীতে ।এর জেরে নন্দীগ্রাম ২ ব্লকের ভেটুরিয়ায় সমবায় নির্বাচনে নিরঙ্কুশ ভাবে জয়ী হল তৃণমূল। 


শুক্রবার ভেটুরিয়া সমবায় সমিতির নির্বাচন ছিলো।তৃনমূলের অভিযোগ ফল কি হবে আঁচ করেই নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারী একাধিক পদক্ষেপ নিয়েছিলো।তবে কোন চক্রান্তই কাজ দিলো না বলছে তৃনমূল।পঞ্চায়েত ভোটের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গড় নন্দীগ্রামে বিশাল জয় পেল শাসক দল।

শুক্রবার, ভেটুরিয়া সমবায় সমিতির ভোটে ১২টি আসনেই হেরে গেল বিজেপি, বাম। সবক’টি আসন গেল তৃণমূল সমর্থিত প্রার্থীদের ঝুলিতে। ভোটগণনার দিন সকাল থেকেই দফায় দফায় সংঘর্ষে এমনিতেই উত্তপ্ত ছিল নন্দীগ্রাম। দিনের শেষেও তা কমার লক্ষণ নেই।


নন্দীগ্রামে সমবায় সমিতির ভোট যেন বদলে গেল সাধারণ নির্বাচনে। দাবি, পাল্টা দাবির প্রেক্ষিতে সমবায় ভোট নিয়ে সরগরম জমি আন্দোলনের আঁতুড় ঘর। শুক্রবার সকাল থেকেই নন্দীগ্রামে টানটান উত্তেজনা। দফায় দফায় সংঘর্ষের অভিযোগ। বিজেপি ও তৃণমূল, দু’পক্ষ একে অপরের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছে। বহিরাগতদের এনে হামলার অভিযোগও করেছে যুযুধান দুই পক্ষই।

তৃনমুলের অভিযোগ হারার আশঙ্কা করে বামেদের সাথে জোট করার পাশাপাশি বহু বহিরাগত দুষ্কৃতিদের হাজির করেছিলো বিজেপি।যদিও নন্দীগ্রামের বিজেপি নেতা প্রলয় পাল অভিযোগ করেছেন পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়ে ভোটে জিতেছে তৃণমূল। এ রাজ্যে নিরপেক্ষ ভোট কোনও দিনই সম্ভব নয়। 


অপরদিকে শাসক দলের রাজ্য মুখপাত্র কুনাল ঘোষের দাবি নন্দীগ্রামে আজ সকাল থেকে গোলমাল করেছে বিজেপি। নন্দীগ্রাম ২-য়ে সমবায়ের ভোট, আর সেখানে নন্দীগ্রাম ১ এবং অন্যান্য এলাকার লোককে ঢুকিয়ে ভোট লুঠের ছক কষেছিলো বিজেপি।মানুষ তার উত্তর দিয়েছে। উল্লেখ্য ১২টির মধ্যে ১টি আসনে আগেই জয়ী হয়েছিলো তৃনমূল।বাকী ১১টি আসনে নির্বাচন হয়।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read