ইন্দ্রজিৎ আইচ :- ঠাকুর পুকুর ক্যান্সার হসপিটাল অর্থাৎ সরোজ গুপ্ত ক্যান্সার সেন্টার এন্ড রিসার্চ ইনস্টিটিউট ক্যান্সার চিকিৎসায় বহুদিন ধরে সারা ভারতবর্ষে এক নজীর সৃষ্টি করেছে। থেলাসেমিয়া , লিউকোমিয়া থেকে সারা শরীরে যত রকম ক্যান্সার হয় তার সব অত্যাধুনিক চিকিৎসা এই হসপিটাল এ।
সম্প্রতি এই হসপিটাল এ নিজস্ব হলে এক সাংবাদিক সম্মেলনে ডাক্তার অর্ণব গুপ্ত জানালেন আমরা কোভিড এর সময় পুরো চিকিৎসা পরিষেবা দিয়েছি। পরবর্তী সময়ে রোটারি ক্লাব ও গার্ডেনরিচ শিপ বিল্ডিং আমাদের দুটি অক্সিজেন প্লান্ট দিয়েছে।
এছাড়া আইশোলেসান এর আলাদা ইউনিট করেছি আমরা ৩০ জনের। করোনার ও ক্যান্সার এর চিকিৎসা আমরা এক সাথে করেছি লকডাউন এর সময়।
ডাঃ সুব্রত কুমার সাউ বলেন আমরা সব থেকে কম খরচে এই খানে চিকিৎসা করি যেখানে অন্য জায়গায় এই ক্যান্সার চিকিৎসায় অনেক খরচ হয়।
ডাঃ সমীর ভট্টাচার্য জানালেন
আমরা সব ধরনের সার্জারী , যত রকমের ভ্যাকসিন এমন কি ক্রিটিকাল ক্যান্সার এর ক্ষেত্রে বিশেষ চিকিৎসা করে থাকি। আমরা সবসময় চাই যে কোনো রোগী সম্পূর্ন সুস্থ হয়ে যেন বাড়ি ফিরতে পারেন।