ইন্দ্রজিৎ আইচ :- বিশ্ব বাংলা মেলায় ৪ থেকে ৮ জানুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে দা বেঙ্গল অবস্তেট্রিকস এন্ড গায়নকোলজি র আয়োজনে ৬৫ তম অল ইন্ডিয়া কংগ্রেস অফ অবস্তেট্রিকস এন্ড
গায়নকোলজি ( AICOG )।
পার্ক স্ট্রীট এ বেঙ্গল ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে সম্পাদক ডাঃ বাসব মুখোপাধ্যায় জানালেন সারা ভারতবর্ষ থেকে ৮৫ শতাংশ চিকিৎসক উপস্থিত থাকবেন। মোট ৯০০০ হাজার এই সম্মেলনে আসবেন। কলকাতায় আমাদের সদস্য সংখ্যা ১২০০।
আয়োজক কমিটির সদস্য চিকিৎসক ভাস্কর পাল জানালেন আগামী ৫ জানুয়ারি বিকেল সাড়ে পাঁচটায় বিশ্ব বাংলা মেলায় এই সম্মেলনের উদ্বোধন করবেন অলিম্পিক গোল্ড মেডিলিস্ট ও পদ্মশ্রী মেরি কম ও জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী বিদ্যা বালন।
আয়োজকদের মধ্যে ান দীবেন্দু ব্যানার্জী জানালেন এবারের আমাদের ক্যাপশন হলো” ক্রিয়েটিং টু মরো টুগেদার”। তিনি আরো জানালেন আজ থেকে ১০/১২ বছর আগে সারা পৃথিবীতে এক লক্ষর বেশি প্রসূতি মারা যেতো। গত দশ বছরে প্রসূতির মৃত্যুর হার ১২০ জনের নিচে নেমেছে। সায়েন্স এত উন্নত হয়েছে যে কারণে আমাদের এই সাফল্য।
এই আয়োজক সংস্থার প্রেসিডেন্ট ডাক্তার অবিনাশ চন্দ্র রায় জানালেন সারা পৃথিবীর ১২৬ টা জায়গা থেকে যারা আসবেন তারা মাইক্রোসার্জারী, রোবোটিক সার্জারির পাশাপাশি অ্যানিমিয়া,
ক্যান্সার, ব্লাড প্রেসার নিয়ে আলোচনা করবেন এবং পাবলিক ফোরামে ভায়োলেন্স নিয়ে সেমিনার হবে। সবমিলিয়ে জমে উঠবে এই সম্মেলন।সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ডাঃ তুলিকা ঝাঁ,ডাক্তার লহরী সুস্মিতা চট্টোপাধ্যায়।