Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। সেরা করদাতার তালিকায় মেহজাবীন ।।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। বছরজুড়েই শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। অভিনয়গুণে দর্শকের মনে বারবার দাগ কাটেছেন এই অভিনেত্রী। তবে এবার এই অভিনেত্রীর নাম উঠে এলো সেরা করদাতার তালিকায়।

বিগত বছরের মতো এবারও সেরা করদাতার হিসেবে ১৪১ ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংস্থা ট্যাক্স কার্ড পাচ্ছেন। এদের মধ্যে ছয় জন তারকা ২০২১-২২ করবর্ষে অভিনেতা-অভিনেত্রী ও শিল্পী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেয়েছেন। এরমধ্যে অভিনেত্রী মেহজাবীন চৌধুরীসহ তিনজন সেরা করদাতা হয়েছেন।


গত ১৮ ডিসেম্বর অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ এক গ্যাজেট প্রজ্ঞাপনে ২০২১-২২ করবর্ষে ব্যক্তি পর্যায়ে দেশের শীর্ষ করদাতাদের নাম প্রকাশ করা হয়েছে। এতে তিনজন অভিনয় শিল্পীর নাম উঠে এসেছে। অভিনেতা ও অভিনেত্রী ক্যাটাগরিতে সেরা করদাতার মর্যাদা পেলেন মেহজাবীন চৌধুরী, মাহফুজ আহমেদ ও পিযুষ বন্দোপাধ্যায়।

২০০৯ সালে একটি রিয়েলিটি শোয়ের প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়াতে পা রাখেন মেহজাবীন চৌধুরী। এরপর ছোট পর্দার নাটকে কাজ শুরু করেন তিনি। বিগত বছরগুলোতে বিশেষ দিবসের নাটকে অভিনয় করে ব্যাপক সাফল্য পান এই অভিনেত্রী।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read