দেশের বিনোদন দুনিয়ায় আবারও সংসার ভাঙার খবর। সেই খবরে নাম জড়িয়েছে মডেল ও অভিনেত্রী জিনাত শানু স্বাগতার। অতি সম্প্রতি প্রকাশ হয়েছে তার বিচ্ছেদের খবর। যদিও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত চিত্রগ্রাহক রাশেদ জামানের সঙ্গে স্বাগতা বিচ্ছেদ ঘটিয়েছেন বছরখানেক আগেই। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের বিচ্ছেদ হয়।
সাত বছরের প্রেমের পর ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর রাশেদ জামানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন স্বাগতা। ৬ বছর একই ছাদের নিচে থাকার পর বিচ্ছেদ হয়েছে তাদের। কারণ, দাম্পত্য জীবনে তাদের বনিবনা হয়নি। গত কয়েকদিন ধরে বিভিন্ন সূত্রে খবরটি জানা গেলেও নিশ্চিত হওয়া যাচ্ছিল না। অবশেষে রোববার (২৬ ডিসেম্বর) স্বাগতা নিজেই বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেন।
দুজনের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল উল্লেখ করে স্বাগতা বলেন, “একটা পর্যায়ে আমাদের বোঝাপড়ায় খুব সমস্যা হচ্ছিল। তারপরও আমরা সম্পর্কটা এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি। যখন দেখলাম কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই। আমাদের পরিবারের সঙ্গেও কথা বলি। তারাও সম্মত হয়।”
নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কিনা জানতে চাইলে স্বাগতা বলেন, “এখনও তেমন কাউকে ভালো লাগেনি, যার সঙ্গে সম্পর্কে জড়ানো যায়। যদি কখনো ভালো লাগে, সম্পর্কে জড়াতেও পারি। আর যদি কাউকে ভালো না লাগে, তবে যেভাবে আছি, সেভাবেই জীবনটাকে এগিয়ে নেব।”
পেশাগত কাজের দিক থেকে সবশেষ ‘কাইজার’ ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন স্বাগতা। বর্তমানে ‘দেয়ালের দেশ’ নামের একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। পাশাপাশি করছেন নাটকের কাজও।
অন্যদিকে স্বাগতার সাবেক স্বামী রাশেদ জামান অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ সিনেমায় চিত্রগ্রাহকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া বেশ কিছু আলোচিত বিজ্ঞাপন ও নাটক-চলচ্চিত্রে চিত্রগ্রাহক হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন তিনি।