নতুন করে আবারো অশান্তি ছড়ালো নন্দীগ্রামে। গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকার বৃন্দাবন চকে রাজ্যের শাসক ও বিরোধী দলের কর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিজেপির তরফ থেকে বিজেপির দক্ষিণ মন্ডল সভাপতি শ্যামাপ্রসাদ মাইতি ও তমলুক সাংগঠনিক জেলার সহ-সভাপতি সাহেব দাস অভিযোগ করেছেন গতকাল রাতে নন্দীগ্রাম এক নম্বর ব্লকের গোকুলনগরের বৃন্দাবনচকে বিজেপি করার অপরাধে অভিজিৎ সাহু নামে এক বিজেপির কর্মীকে বেধড়ক মারধর করে তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা।তাঁদের অভিযোগ বাড়ি থেকে টেনে বের করে বেধড়ক মারধর করা হয় এই বিজেপি কর্মীকে। রক্তাক্ত অবস্থায় মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন ওই বিজেপি কর্মী।
অপরদিকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি বাপ্পাদিত গর্গ বলেন তৃণমূল কংগ্রেস কর্মী গোপাল জানাকে গতকাল রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতিরা বেধড়ক মারধর করেছে। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে। এই তৃনমূল নেতার অভিযোগ ভেকুটিয়া সমবায় সমিতির নির্বাচনে বিজেপি পরাজিত হতেই এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরী করার চেষ্টা করছে বিজেপি।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।