Select Language

[gtranslate]
২৪শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ রবিবার ৮ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

।। পালিত হলো প্রসাদ কবিতা উৎসব ।।

কেকা মিত্র :- সম্প্রতি শিয়ালদহ কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে মহা সমারোহে পালিত হলো প্রায় ১২০ জন কবি সাহিত্যিক লেখকদের নিয়ে সাহিত্যের এ উৎসব। প্রসাদ পত্রিকার কবিতা উৎসব ২০২২।

প্রতি বছর এই উৎসব হয়ে থাকে। প্রসাদ দীর্ঘ ৬০ বছরের নামি পত্রিকা। এই বছর ৬৩ জন কবি কে প্রসাদ কবি রত্ন,১২জনকে স্মৃতি স্মারক সম্মান ও ৫ জনকে ছোটোদের প্রসাদ সাহিত্য সম্মান জানানো হয়।


মঞ্চে বরেণ্য সাহিত্যিকদের মধ্যে উপস্থিত ছিলেন কবি কৃষ্ণা বসু, নলিনী বেরা, তৃনাঞ্জন গঙ্গোপাধ্যায়, পৃথ্বীরাজ সেন, অশোকেশ মিত্র, কবি মেঘ বসু সহ আরো অনেকে।সকলকে উত্তরীয়,মেমেনটো, মানপত্র দিয়ে সম্মানিত করা হয়।বাংলার প্রান্তিক এলাকা থেকে,এমনকি ভারতের অনেক রাজ্য থেকে কবি সাহিত্যিক রা উপস্থিত হয়েছিলেন।কবিতা পাঠে অংশ নেয়।

বেলা ১১থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠান চলে।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন প্রসাদ
পত্রিকার সম্পাদক সুবীর মুখোপাধ্যায়। ঘোষণায় ছিলেন দেবশঙ্কর চক্রবর্ত্তী।

সমগ্র অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলেন বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read