আবাস প্লাস যোজনায় উপযুক্ত প্রাপকদের নাম অন্তর্ভুক্ত করে সঠিক তালিকা প্রকাশ, যাদের নাম কোনওভাবেই তালিকায় থাকার কথা নয় ; রাজনীতির রং না দেখে তালিকা থেকে তাদের নাম বাদ, অন্যায়ভাবে ওই তালিকায় অনুপযুক্তদের নাম ঢোকানোর কাজে যারা যুক্ত; তাদের উপযুক্ত শাস্তি,বঞ্চিতদের আবেদন করার সময়সীমা বাড়ানো সহ আবেদনের প্রাপ্তিস্বীকার দেওয়ার দাবিতে এস ইউ সি আই(কমিউনিস্ট)দলের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির পক্ষ থেকে জেলা শাসকের নিকট বিক্ষোভ-ডেপুটেশন ও স্মারকলিপি দেওয়া হয়।
সেই সাথে বিক্ষোভকারীরা নিমতৌড়ীতে ৪১ নম্বর জাতীয় সড়ক ও তমলুক-ময়না রাস্তার সংযোগস্থলে আধ ঘন্টার জন্য প্রতীক অবরোধ করেন। পরে পুলিশ এসে অবরোধকারীদের দাবী পূরনের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহৃত হয়।
ডেপুটেশনের প্রতিনিধিদলে ছিলেন দলের জেলা কমিটির পক্ষে অনুরূপা দাস,প্রনব মাইতি,প্রদীপ দাস,বিবেক রায়,মানস প্রধান প্রমূখ। বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন অনুরূপা দাস,প্রনব মাইতি,কার্তিক বেরা,সনাতন গিরি,স্বপন বেরা,প্রমুখ।
দলের জেলা কমিটির সম্পাদক অনুরূপা দাস অভিযোগ করেন, ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বহু মানুষ যারা মাটির ঘরে,ছিটেবেড়ার ঘরে কিংবা ত্রিপল টাঙিয়ে দিন কাটাচ্ছেন, তাদের অনেকেরই ওই তালিকায় নাম নেই। অন্যদিকে অনেকের যাদের ছাদযুক্ত পাকা বাড়ি রয়েছে,যথেষ্ট আর্থিক সংগতিও রয়েছে, তাদের নাম উপভোক্তা তালিকায় রয়েছে। এ ডি এম (জেড. পি.) স্মারকলিপি নেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।