আবাস যোজনায় শাসকের দুর্নীতির প্রতিবাদে বৃহস্পতিবার নন্দীগ্রামে আন্দোলনে নামলো বিজেপি।স্বাভাবিক কারনে বিরোধী দলের এই কর্মসূচীর জেরে উত্তেজনা ছড়ালো নন্দীগ্রামে।
আবাস যোজনা তালিকা নিয়ে নন্দীগ্রাম ২ ব্লকের বিরুলিয়া অঞ্চলেও দুর্নীতির হয়েছে বলে অভিযোগ বিজেপির।সেই অভিযোগের জেরে এদিন আন্দোলন করে বিজেপি কর্মী সমর্থকেরা। তাদের দাবি, প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে যাদের পাকা বাড়ি এবং তৃণমূল করেন তাদের কে বাড়ি দেওয়া হচ্ছে। এরই প্রতিবাদে সকালে নন্দীগ্রাম ২ ব্লকের বিরুলিয়া অঞ্চল অফিসের সামনে বিক্ষোভ দেখাতে থাকেন বঞ্চিতরা। রাস্তার উপর টায়ার জ্বালিয়ে অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। অবরোধ হটাতে গেলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি শুরু হয়।
পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে ।