প্রদীপ কুমার মাইতি :+ চরম বেহাল দশা গ্রামের আইসিডিএস কেন্দ্রটির। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ ব্লকের গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকার গোপীনাথপুর গ্রামে অবস্থিত আইসিডিএস কেন্দ্রটির এই রুগ্ন, জীর্ণ দশা দীর্ঘদিন ধরে।
যে কোনো মুহূর্তে ভেঙ্গে পড়তে পারে বাড়ি। চালা থেকে বাচ্চা বা অভিভাবকদের মাথার ওপর এসে পড়তে পারে টালি। একজন মাত্র দিদিমণি। কোনরকমে শুধু রান্নাটা হয়। পড়াশোনা, খেলাধূলার কোন বালাই নাই।
গ্রামের পঞ্চায়েত, প্রধানদের বারবার জানিয়েছেন গ্রামের মানুষ। কোন কাজ হয়নি বলে অভিযোগ স্থানীয় এলাকার মানুষের। নেই বাড়ি। নেই দিদিমণি। নেই সঠিক নজরদারিও।
বেহাল গ্রামীণ এলাকার শিশু শিক্ষার পরিকাঠামো নিয়ে চরম উদাসীন স্থানীয় প্রশাসন।
Author: ekhansangbad
Post Views: ৮৬