হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মন্ডলের মামা তথা হলদিয়া পৌরসভার প্রাক্তন কাউন্সিলার প্রশান্ত দাসকে চাকুরী প্রতারনা মামলায় গ্রেফতার করলো পুলিশ।দুর্নীতির দায়ে একই সাথে প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি এবং এক ঠিকাদারকেও গ্রেফতার করেছে পুলিশ।ধৃতরা সকলেই শুভেন্দু অধিকারী-সৌমেন্দু অধিকারীদের ঘনিষ্ঠ বলে জানা গেছে।
গত ৩ ডিসেম্বর কাঁথিতে অধিকারীদের বাসস্থান শান্তিকুঞ্জ থেকে ২০০ মিটার দুরে জনসভা করে দুর্নীতির বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহনের হুশিয়ারি দিয়েছিলেন তৃনমূলের সর্ব ভারতীয় সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।তারপরেই জেলা জুড়ে একের পর এক ব্যাবস্থা গ্রহন করতে শুরু করেছে প্রশাসন।পিছিয়ে নেই তৃনমূল নেতৃত্ব।তার মধ্যেই বুধবার এক সাথে চার অধিকারী ঘনিষ্ঠ দুর্নীতির দায়ে গ্রেফতারের জেরে চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে ।
হলদিয়ার শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি বিধায়কের মামা মামা প্রশান্ত দাস এক সময় এলাকায় একদা দাপুটে সিপিএম নেতা লক্ষ্মণ শেঠের ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। পরে শুভেন্দুর হাত ধরে ঘাসফুলে নাম লেখান। হলদিয়ার ৮ নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর প্রশান্ত দাসের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে আগেও বিস্তর অভিযোগ ছিল।বুধবার স্থানীয় কুমারচকের বাসিন্দা জাহাঙ্গির হোসেন দুর্গাচক থানায় অভিযোগ করেন, তাঁকে চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা নিয়েছেন ওই নেতা।তারপর জিজ্ঞাসাবাদের জন্য প্রশান্তকে ডাকা হয়। জেরায় অসঙ্গতি ধরা পড়ে, বেশ কিছু প্রশ্নের উত্তর মেলেনি। তারপর গ্রেপ্তার করা হয় তাঁকে।
শান্তিপুর ১ পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সেলিম আলির নামে বেনামে বহু সম্পত্তি রয়েছে বলে ‘এক ডাকে অভিষেক’-এ অভিযোগ এসেছিল। দল গোপনে তদন্ত করে তার সত্যতা পায়। দেখা যায়, তাঁর প্রায় ৮০টি সম্পত্তি রয়েছে। কয়েক কোটি টাকার সেই সম্পত্তি যে আয়ের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়, তা জানার পরই মঙ্গলবার তাঁকে পদত্যাগ করতে বলা হয় ও বুধবারই সেলিমকে পুলিশ গ্রেপ্তার করে।উল্লেখ্য প্রাক্তন কাউন্সিলর প্রশান্ত ও পঞ্চায়েত প্রধান সেলিমের তৃণমূলে যোগ সিপিএম থেকে।
শহিদ মাতঙ্গিনী ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি পদে থাকাকালীন দিবাকর জানা ডি এস এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানি খুলে ঠিকাদারি করতেন। আর সে সময়ই নিজের প্রভাব খাটিয়ে কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের কোটি কোটি টাকার স্টোন বোল্ডার এলাকার উন্নয়নে রাস্তা তৈরির নামে হাতিয়ে নিয়েছিলেন। অভিযোগ, সে সময় শুভেন্দু অধিকারীর ছত্রচ্ছায়ায় থাকার দরুন পার পেয়ে যান দিবাকর।শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর গোপনে গেরুয়া শিবিরের হয়ে ভোট করানোর অভিযোগে বহিষ্কৃত হন দিবাকর। এরপর থেকে বিজেপিতে যোগদান না করলেও দলের কাজকর্ম অনেকটাই দেখতেন।
অপরদিকে মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে কাঁথির শ্মশান কেলেঙ্কারিতে অভিযুক্ত ঠিকাদার রামচন্দ্র পণ্ডাকেও। তিনি শুভেন্দুর ভাই সৌমেন্দুর ঘনিষ্ঠ।রামপন্ডার বিরুদ্ধে ভুয়ো নথি দিয়ে কাঁথি পৌরসভায় কোটি কোটি টাকার কাজ করার অভিযোগ।
বৃহস্পতিবার সেলিম আলি ও দিবাকর জানা এই দুজনকে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে তমলুক আদালত। অপরদিকে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে ধৃত প্রাক্তন কাউন্সিলার প্রশান্ত দাসকে ৬দিনের পুলিশ হেফাজতের নির্দিশ দিয়েছে হলদিয়া আদালত । পাশাপাশি ভুয়ো নথি দিয়ে কাঁথি পুরসভায় টেন্ডার দুর্নীতির অভাযোগ ধৃত রাম পন্ডাকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে কাঁথি আদালত।