Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। এটিএম কাউন্টারে কার্ড বদলে ৫০ হাজার টাকা প্রতারনা ।।

অভিনব কায়দায় এক ব্যাক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা তুলে নিলো এক প্রতারক।এর জেরে চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলে।প্রতারনার ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে।

জানা গেছে মহিষাদল ব্লকের রঙ্গীবসান গ্রামের বাসিন্দা মহাপ্রসাদ দাস।মহিষাদলের রথতলার এসবিআই ব্যাংকের এটিএম কাউন্টারে যান। মহাপ্রসাদ দাসের নামে নতুন এটিএম কার্ড এসেছিলো ।



প্রতারিত মহাপ্রসাদ দাস জানান তিনি নতুন কার্ডটি চালু করতে কাউন্টারে গিয়েছিলেন । জানিয়েছেন কাউন্টারের ভিতরে এক প্রতারক দীর্ঘ সময় ধরে ছিলেন। সেই প্রতারক নিজেকে এটিএম কাউন্টারের সিকিউরিটি পরিচয় দিয়ে মহাপ্রসাদ দাসের কাছ থেকে নতুন এটিএম কার্ডটি নিয়ে সেটা চালু করে। অভিযোগ এর পরে অন্য একটা ভুয়ো কার্ড মহাপ্রসাদ বাবুর হাতে ধরিয়ে দিয়ে সেই প্রতারক কাউন্টার থেকে দ্রুত বেরিয়ে যায়।প্রতারিত এই ব্যাক্তি বলেন তিনি ভুয়ো কার্ড পেয়েছেন বুঝতে পারার আগেই সিকিউরিটির পরিচয় দেওয়া ব্যাক্তি বেপাত্তা হয়ে যায়।



অভিযোগ এর কিছুক্ষন পরেই মহিষাদল সুপার মার্কেটে ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম কাউন্টার থেকে দুবার কুড়ি হাজার করে অর্থাৎ ৪০ হাজার টাকা তোলার ম্যাসেজ আসে।এর কিছুক্ষন পরে মহিষাদল তেরোপেখা মোড়ে পট্টনায়ক তেল পাম্প এটিএম কাউন্টার থেকে ১০০০০ টাকা তুলে নেয়। মোট ৫০ হাজার টাকা অ্যাকাউন্ট থেকে চলে যেতেই সাথে সাথে থানায় জানান মহাপ্রসাদ দাস ।

মহিষাদল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ব্রাঞ্চ ম্যানেজার কে জিজ্ঞাসা বাদ করা হলে তিনি বলেন, সিসি ক্যামেরার ফুটেজ ধরে তদন্ত চলছে।

মহিষাদল থানার অফিসার- ইন -চার্জ প্রলয় কুমার চন্দ্র জানিয়েছেন, অভিযোগ জমা পড়েছে। ভিডিও ফুটেজ দেখে তদন্ত চলছে। যে ভুয়া এটিএম কার্ডটি মহাপ্রসাদ দাসের হাতে দিয়ে প্রতারক পালিয়ে যায়। সেই এটিএম কার্ডটি পুরুষোত্তম মন্ডল নামাঙ্কিত চৈতন্যপুর এসবিআই ব্রাঞ্চের।

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব তথা বিচারক সমরেশ বেরা বলেন ,মহিষাদলে সাইবার ক্লাইম অপরাধীদের সম্পর্কে কয়েকটি সচেতনতা শিবির করা হয়েছে । তা সত্ত্বেও মানুষজন সচেতন হচ্ছেন না। নিজের এটিএম কার্ড অপরিচিত লোকের হাতে তুলে দিচ্ছেন।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read