ইন্দ্রজিৎ আইচ :- পুরনো বছর শেষ। নতুন বছর শুরু। আর ২০২৩ এর নতুন বছরের শুরুতে আকাশ ৮ এর দর্শকদের জন্যে।আবার বড় সুখবর। আবার অনেক দিন পর আগামী ২ জানুয়ারি সোম থেকে শনিবার রোজ ৭’৩০ মিনিটে দেখা যাবে জনপ্রিয় ধারাবাহিক ” সাহিত্যের সেরা সময়”।
সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে শশী সুড়ানা জানালেন বহুদিন এর একটা দাবি ছিলো আমাদের দর্শকদের আবার নতুন করে এই সিরিয়াল টা চালু করার জন্যে। শুরু করে ছিলেন অশোক সুরানা। বাণী বসুর গল্প দিয়ে এই ধারাবাহিক শুরু হচ্ছে। পরিচালনা করছেন মণীশ ঘোষ।
মণীশ বাবু জানালেন বাণী বসু, প্রছেত গুপ্ত, স্বরনজিৎ চক্রবর্তী, ত্রীদীপ চট্টোপাধ্যায় সহ আরো অনেক লেখক লেখিকার সাহিত্য নিয়ে এই ধারাবাহিক চলবে। বিখ্যাত লেখিকা বাণী বসু জানালেন আমি চাই বই পড়ার সাথে সাথে আমরা যা গল্পে বা উপন্যাস এ লিখি সেটা কল্পনায় নয় বাস্তবে পর্দায় যেন পুস্পটিত হয়।
মানুষ সাহিত্য পড়তে ভুলে যাচ্ছে। টিভিতে যদি এই সিরিয়াল জনপ্রিয় হয় তাহলে আমার লেখা সার্থক বলে মনে করবো। চিত্রনাট্য লিখেছেন প্রমিতা ভট্টাচার্য। এই সাহিত্যের সেরা সময় তে বিভিন্ন চরিত্রে রূপ দান করেছেন দেবদূত ঘোষ , জয়ন্ত দত্ত বর্মন, বিশ্বনাথ বসু সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রী।
সকলেই কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সন্মেলনে
উপস্থিত ছিলেন। এছাড়া উপস্থিত ছিলেন ইসিতা সুরানা পোদ্দার ও প্রিয়াঙ্কা সুরাণা।