Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। কাজু শিল্পকে হয়রান করছে বিজেপিঃকুনাল ঘোষ ।।

কেন্দ্র সরকারের বিজেপি সরকারের বিরুদ্ধে পূর্ব মেদিনীপুরের কাজু শিল্পের সাথে যুক্ত মানুষদের হয়রানির অভিযোগ করলেন তৃনমূলের রাজ্য সাধারন সম্পাদক কুনাল ঘোষ। নাম না করলেও মূল অভিযোগের তীর রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দিকে।

বুধবার কাঁথি ,এগরা মহকুমা লিগাল সেল ও কাজু অ্যাসোসিয়েশনের সাথে কাঁথি শহরের অরবিন্দ স্টেডিয়ামে পৃথকভাবে চা চক্রে যোগদিয়ে, আলাপ আলোচনা করলেন রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কুনাল ঘোষ । সঙ্গে ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কাঁথি পৌরসভার উপ-পৌর প্রধান সুপ্রকাশ গিরি , সংখ্যালঘু সেলের সভাপতি জানাব আনোয়ার উদ্দিন সহ অন্যান্যরা।

কুনাল ঘোষ বলেন সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রনোদিতভাবে কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করছে বিজেপি। এর প্রতিবাদে একটি সঙ্গবদ্ধ প্রতিবাদের প্লাটফর্ম তৈরীর কথাও জানান তিনি।


সেই সাথে বন্দে ভারত এক্সপ্রেসে পাথর ছড়ার ঘটনায় বিজেপির চক্রান্ত দেখছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ।

পূর্ব মেদিনীপুর জেলার কাঁথিতে এক চা চক্রে অংশগ্রহণের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোন নিরপেক্ষ সংস্থাকে দিয়ে এই পাথর ছড়ার ঘটনার তদন্ত করা হোক। শতাব্দী এক্সপ্রেস বন্ধ করে ভারত এক্সপ্রেসকে প্রমোট করার জন্যই বিজেপি চক্রান্ত করছে।

কাঁথি ও তমলুক লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের হাতে রাখতেই পূর্ব মেদিনীপুর জেলায় এসেছেন কুনাল ঘোষ তবে কাঁথি বা তমলুক কোন লোকসভা কেন্দ্রেই তিনি প্রার্থী হবেন না বলে স্পষ্ট জানালেন পূর্ব মেদিনীপুর জেলার বিশেষ দায়িত্বপ্রাপ্ত তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read