প্রদীপ কুমার সিংহ :- হাসপাতালে চিকিৎসা করার জন্য আসে বইয়ের বিভাগে ডাক্তারকে দেখানোর জন্য টিকিট নেওয়ার জন্য লাইন দেয়। সেখানে শরীর খারাপ হওয়ায় তাকে ইমারজেন্সি তে নিয়ে গেলে চিকিৎসক দেখে তাকে মৃত বলে কথা না বলে।
মৃত ব্যক্তির নাম জগাই মন্ডল (৬৫)। বাড়ি বারুইপুর থানার অন্তর্গত ডোসা বাজার এলাকায়। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানা অন্তর্গত বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
পরিবারের সুখটা খবর জগাইবাবু হার্নিয়ার অপারেশন হবে তাই হাসপাতালে চিকিৎসার জন্য আসে। বহির বিভাগের টিকিট করতে গিয়ে লাইনে দাঁড়ায় এবং অসুস্থ বোধ করায় তাকে হাসপাতালে এমার্জেন্সি বিভাগে নিয়ে গেলে সেখানে টাকা দেখে মৃত ঘোষণা করে। পরে জগাইবাবুর বাড়ির মানুষকে খবর দেওয়া হয় হাসপাতাল থেকে। জগাই বাবুর ছেলে সঙ্গে সঙ্গে হাসপাতলে আসে এবং বাবাকে মৃত অবস্থায় দেখেন।