Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। তৃতীয় আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ।।

কেকা মিত্র :- আগামী ১০ থেকে ১৪ জানুয়ারী অনলাইনে অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় বর্ষের আন্তর্জাতিক কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৩।

আজ রোটারি সদনে এক সাংবাদিক সম্মেলনে এই উৎসবে মূল উদ্যোগতা শাশ্বতী গুহ চক্রবর্তী
জানালেন এই উৎসব আমরা শুরু করেছিলাম ২০২১ থেকে।আগামী ১০ থেকে ১৪ জানুয়ারি এই উৎসব চলবে অনলাইনে।


১৫ জানুয়ারি রবিবার রোটারি সদনে দুপুর ২ টো থেকে রাত ১০টা পর্যন্ত এই উৎসব হবে অফ লাইনে। সারা পৃথিবীর ছবি দেখানো হবে ৮২ টি।

তার মধ্যে থাকবে নরওয়ে, হাঙ্গেরি, নিউজিল্যান্ড, হংকং, পাকিস্তান সহ ২০ দেশের ছবি। উদ্বোধনী ছবি দেখানো হবে দা ইনভাইটেশন। শেষ ছবি দেখানো হবে হাঙ্গেরির মাস্টার পিস।

এছাড়া দেখানো হবে বিশেষ কিছু শর্ট ফিল্ম কষা মাংস, ছাতিম ফুলের কথা সহ বাংলা ছোটো ছবি। এই উৎসবের থিম মিউজিক করেছেন মল্লার ঘোষ।


এই উৎসবের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী জানালেন আমাদের ২২ টি আওয়ার্ড কেটাগরি থাকছে। ১৫ জানুয়ারি রোটারি সদনে এই পুরস্কার দেওয়া হবে এবং লাইফ টাইম অ্যাচিভমেন্ট দেওয়া হবে বিখ্যাত অভিনেতা বরুণ চন্দ্র কে।

অনেক তারকা এই দিন উপস্থিত থাকবেন। আজ সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন অর্ঘকমল মিত্র, নবারুণ বোস , অভিনেত্রী জয়া শীল ঘোষ, মল্লার ঘোষ, অভিনেতা দেবাশিস রায়, প্রযোজক অনিমেষ গাঙ্গুলি, মানস ব্যানার্জী, সন্দীপন রায়।
এই উৎসবে ৮ জন জুড়ি থাকবেন। সব মিলিয়ে জমে উঠবে এই উৎসব।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read