ইন্দ্রজিৎ আইচ :- আগামী ১৩ জানুয়ারি ললিত গ্রেটিস্টার্ন হোটেলে অনুষ্ঠিত হতে চলেছে সপ্তম ইস্টার্ন ইন্ডিয়া মাইক্রোফিন্যান্স সামিট।
কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে
এই সংস্থার প্রধান ড অলোক মিশ্র জানালেন আমাদের ভারত বর্ষতে ৮০ শতাংশ লোন দেয় ভারতের ছোটো মাইক্রোফিন্যান্স গুলো। ২০ শতাংশ দেয় বড় কোম্পানি গুলো।
সবাই আরবিআই গাইড লাইন অনুসরণ করে লোন দেয়। এই ছোটো কোম্পানি গুলোর মন বল বৃদ্ধি, নতুন নিয়ম কানুন ও ব্যবসায়িক রীতিনীতি আলোচনা করার উদ্দেশ্য সফল এর জন্য এই সন্মেলনের আয়োজন করা।
সরলা ডেভালাপমেন্ট মাইক্রোফিন্যান্স প্রাইভেট লিমিটেড এর এম ডি প্রণব রক্ষিত জানালেন আমাদের এবারের সন্মেলনে প্রায় ৩০০ ছোটো কোম্পানির প্রতিনিধি উপস্থিত থাকবেন। সব থেকে স্বনির্ভর প্রকল্পে ব্যাবসা হয় বিহার, উত্তর প্রদেশ ও মহারাষ্ট্র। তারপর পশ্চিমবঙ্গ।
সারা ভারতে ৬ কোটি মহিলা ছোটো ছোটো কোম্পানি থেকে লোন নিয়ে স্ব নির্ভর প্রকল্প চালিয়ে যাচ্ছে। এর মধ্যে ১ কোটি মহিলা আছে সারা পশ্চিমবঙ্গে।
গ্রামীণ শক্তি মাইক্রোফিন্যান্স সার্ভিস প্রাইভেট লিমিটেড এর এম ডি গণেশ চন্দ্র মোদক জানালেন যে লোন নেবে তাদের আগে দেখে নেওয়া হয় বছরে পারিবারিক ইঙ্কাম তিন লাখ কিনা। সেটা যদি হয় তবেই সেই মহিলা লোন পাবেন। ৫০ হাজার থেকে দেড় লক্ষ টাকা লোন পেতে পারেন। যে কোনো ছোটো ব্যাবসায় ছোটো লোন সংস্থা গুলোর গুরুত্ব অপরিসীম।