১০০ দিনের কর্মনিশ্চয়তা বকেয়া টাকা অবিলম্বে প্রদানের দাবিতে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে ঘিরে বিক্ষোভ দেখালো ভগবানপুরের সাধারন মানুষ।আবাস যোজনা প্রকল্পের কাজকর্ম দেখতে,দুর্নীতি খতিয়ে দেখতে এসে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগের পাহাড় শুনতে হল কেন্দ্রীয় প্রতিনিধিদলকে।
আবাস যোজনায় দুর্নীতি হয়েছে বলে বিজেপি ও সিপিএম লাগাতার অভিযোগ করে চলেছে।এর মধ্যে কেন্দ্রের গ্রামোন্নয়ন মন্ত্রকের মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের কাছে লিখিত অভিযোগ করেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
তার পরেই কেন্দ্রের তরফে জানানো হয় পূর্ব মেদিনীপুর ও মালদায় সরজমিন তদন্তে প্রতিনিধি দল যাবে বলে কেন্দ্রের তরফে জানানো হয় ।
এর মধ্যেই বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলা পরিদর্শনে আসেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের ৩ জন। এদিন তাঁরা পূর্ব মেদিনীপুরে এসে প্রথমে জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন। পরে ভগবানপুর ১ ব্লকে পরিদর্শনে গেলে তাঁদের ঘিরে ১০০ দিনের বকেয়া টাকার দাবিতে এলাকাবাসীরা বিক্ষোভ দেখান। প্রতিনিধিদের গাড়ি ঘিরে ধরা হয়। পোস্টার হাতে মহিলারা বিক্ষোভ দেখান। পরিস্থিতি বেশ উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ গিয়ে তাঁদের সামলান। গাড়ি ঘেরাওমুক্ত হওয়ার পর তাঁরা নিজেদের কাজ করতে পারেন।
কেন্দ্রীয় প্রতিনিধি দল বিক্ষোভের মুখে পড়ার প্রসঙ্গে জেলাশাসক পূর্ণেন্দু মাজি বলেছেন, আমাদের অফিসাররা রাতদিন এক করে কাজ করেছে। ওঁদের উপর আমাদের ভরসা আছে। ৩ জনের কেন্দ্রীয় প্রতিনিধি দল এখানে এসেছেন। ঘুরে দেখবেন, অসুবিধে কোথায়?প্রসঙ্গত এর আগেও ভগবানপুর ১ নং ব্লকে কেন্দ্রীয় প্রতিনিধি দল সেখানে গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিল।
১০০ দিনের কর্মনিশ্চয়তা প্রকল্প সহ অন্যান্য বিষয়ে কেন্দ্রের বঞ্চনা নিয়ে এলাকাবাসীর বিক্ষোভের মুখে পড়লেও এই নিয়ে মুখ খুলতে চায়নি প্রতিনধি দলের সদস্যরা।