Select Language

[gtranslate]
৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ বুধবার ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

।। বিজেপির সম্মেলনের আগে পানীয় জল এবং বিদ্যুৎ পরিষেবা বন্ধ ।।

পটাশপুরে বিজেপির সম্মেলনের আগেই এলাকায় পানীয় জল এবং বিদ্যুৎ পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।

ঘটনাটি ঘটেছে পটাশপুর এক ব্লকের গোপালপুর এলাকায়। ওই এলাকায় বিজেপির দক্ষিণ মন্ডলের পক্ষ থেকে অঞ্চল সম্মেলন আয়োজন করা হয়।

এই সম্মেলন উপলক্ষে খাওয়া-দাওয়ার বিশেষ আয়োজন করা হয়েছিল বিজেপির তরফে। কিন্তু যাতে ওই সম্মেলন বানচাল করা যায় তার জন্যই দীর্ঘক্ষন বিদ্যুৎ পরিষেবা ও জলপরীষেবা বন্ধ রাখার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ।এই অভিযোগ তোলেন বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সহ সভাপতি অসীম মিশ্র।

তিনি বলেন শাসক দলের নেতারা এখন পটাশপুরে বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের হুমকি ও বিভিন্ন মিটিং মিছিল সভা বানচাল করার জন্য এই ধরনের কুকর্ম শুরু করেছেন।তৃণমূলের দুষ্কৃতীরা হাজার চেষ্টা করেও আমাদের সভা বানচাল করতে পারেনি।শেষ পর্যন্ত সভা মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সফল হয়েছে। তৃণমূলের এই নোংরা কুকর্মের উত্তর মানুষ দেবে।


যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ব্লক তৃণমূলের সহ-সভাপতি বিনয়-পট্টনায়ক বলেন এই ধরনের কাজ কখনোই তৃণমূল করে না । বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।

অঞ্চল সম্মেলনে উপস্থিত ছিলেন মন্ডলের সভাপতি স্বপন পাহাড়ি,মন্ডলের সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ ভঞ্জ, বিজেপি নেতা তাপস মাজি,কাঁথি সাংগঠনিক জেলার সহ সভাপতি মোহনলাল সি ,অঞ্চল প্রমুখ জয়দেব মন্ডল, জেলা বিজেপির সহ-সভাপতি অসীম মিশ্র ,মন্ডলের যুব মোর্চার সভাপতি গৌতম মান্না, কৃষ্ণ গোপাল দাস, সুরজিৎ মাইতি প্রমুখ।

ekhansangbad
Author: ekhansangbad

Related News

Also Read